adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইডেনে স্মরনীয় মুহুর্তের স্বাক্ষী হলাম

imagesইডেন গার্ডেন কলকাতা থেকে 
জহির ভূইয়া ঃ
ক্রিকেট সাংবাদিকতা অনেক গুলো বছর পেরিয়ে গেছে। অনেক ইভেন্ট কাভার করেছি। কিন্তু ২০১৬ সালের টি২০ বিশ্বকাপ আসরে পাক-ভারত ম্যাচের টস হবার পর দুই দলের জাতীয় সংগীত পর্বটা স্ব-চোঁখে দেখা ক্যারিয়ারের প্রাপ্তি বলেই মনে করছি। বহু ক্রীড়া সাংবাদিকের ক্যারিয়ারে এটা সেরা ম্যাচ কাভার। কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে স্মরণীয় এক ম্যাচের স্মরণীয় মুহুর্তে স্বাক্ষী হতে পারা বিরল অর্জন।


২০ ওভারের ম্যাচ বিশেষ সংবর্ধনার কারনে কমিয়ে আনা হয় ১৮ ওভারে। টস জিতে ভারত বল হাতে তুলে নিয়েছে। এরপর দুই দেশের ক্রিকেটাররা নিয়ম মেনে মাঠে জাতীয় সংগীত পর্বতে অংশ নিতে মাঠে নেমেছে। অন্যদিকে ইডেনের বিশাল সব গ্যালারি পরিপূর্ন ৬৬ হাজার দর্শকে। বোধ করি সঠিক হিসেবটা এর চেয়ে বহু বেশি হবে। মুল হিসেবে ৬৬ হাজার, কিন্তু এর বাইরে দাঁড়িয়ে ছিল আরও হাজার হাজার দশর্ক। পাক-ভারত ম্যাচ বলে কথা। তাও আবার বিশ্বকাপের টি২০ ম্যাচ।


ভ্যারাইটিজ আইটেমের শো-রুমের মতো ইডেনের গ্যালারিতে বসে আছে হরেক রকমের ভাষা-ভাষি মানুষ। কেউ বাংলা, হিন্দি, উর্দ্দু, তামিল ও ইংরেজী। বিরল অভিজ্ঞতা অর্জিত হল। কারন ১ লাখের মতো দর্শকের মধ্যে কয়েক হাজারই হবে পাকিস্তানের সমর্থক। বাকী সব ভারতীয়।


পাকিস্তানের বিখ্যাত গজল গায়ক সাফাকাত আলী পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে শুরু করলে পুরো ইডেন উঠে দাঁড়িয়ে সম্মান জানায়। এরপর সেই বিখ্যাত কণ্ঠ। ভারতের অহংকার অমিতাব জি। ভরাট কণ্ঠে গেয়ে উঠলেন ভারতীয় জাতীয় সংগীত। তাঁর ভরাট কণ্ঠের সঙ্গে যখন পুরো ইডেন গেয়ে উঠে “জয় হিন্দ, জয় হিন্দ” তখন ইডেন কেঁপে উঠেছে। সত্যি বিরল এক অভিজ্ঞতা। বিরল একটি ম্যাচের স্বাক্ষী হতে পারা স্মরণীয় হয়ে থাকবে বাকী জীবন।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া