adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী বললেন – আতিউরের পদত্যাগ সততার বিরল দৃষ্টান্ত

2016_03_15_15_31_45_2PspO58k7Ta6xaALTzDvmmNOF7Stme_originalনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কেলেঙ্কারির ঘটনা ড. আতিউর রহামানের পদত্যাগকে সাহসী পদক্ষেপ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগ গ্রহণকালে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন। 

১৫ মার্চ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এসানুল কমির সাংবাদিকদের এ কথা বলেন। 

তিনি বলেন, ‘এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের যেসব ব্যক্তি জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’ ড. আতিউর রহমানের পদত্যাগকে নৈতিক মনোবল ও সত সাহসের বিরল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন শেখ হাসিনা।
 
এহসানুল করিম বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাত করে পদত্যাগপত্র প্রদান করেন। প্রধানমন্ত্রী ওনার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।’

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘ড. আতিউর রহমানের এই পদক্ষেপ একটি সাহসী পদক্ষেপ, যা নৈতিক মনোবল ও সৎ সাহসের বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।’

দেশের অর্থনৈতিক উন্নয়নে ড. আতিউর রহমানের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশেষ করে তার সময়ে রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকিং সেবা খাত আরও গতিশীল হয়েছে।’

পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের যে সব কর্মকর্তার দায়িত্ব অবহেলায় এ ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সাইবার অপরাধের ধারায় ওয়েবসাইট হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভের অর্থচুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।’ 

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মামুন অর রশিদ। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া