adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের কাছে তিন দিনেই ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ

স্পাের্টস ডেস্ক : ভারতের জয় পাওয়াটা প্রত্যাশিতই ছিল৷ কিন্তু মাত্র তিন দিনেই কোহলি বাহিনী ক্যারিবিয়ানদের ধরাশায়ী করবে এমনটা প্রত্যাশিত ছিল না৷ রাজকোটে ওয়ে্স্ট ইন্ডিজকে ইনিংস ও ২৭২ রানে হারিয়ে দু’টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত৷ টেস্ট অভিষেকে সেঞ্চুরি করে ম্যাচের সেরা পৃথ্বী শ৷

স্কোরবোর্ডে পাহাড় সমান রান তুলে ক্যারিবিয়ান ক্রিকেটারদের কোমড় আগেই ভেঙে দিয়েছিল কোহলি বাহিনী৷ ব্যাটিং করতে নেমে ভারতীয় স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা৷ ফলোঅন করে ৪৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ৷ কিন্ত ১৯৬ রানে শেষ হয়ে যায় ক্যারিবায়ানদের দ্বিতীয় ইনিংস৷

প্রথম ইনিংসের রবিচন্দ্রন অশ্বিনের স্পিনের বিরুদ্ধে ২০০ রানের গণ্ডি টপকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ৷ আর দ্বিতীয় ইনিংসে চায়নাম্যান কুলদীপ যাদবের স্পিনের ভেলকিতে ফের ২০০ রানের আগেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের লড়াই৷ প্রথম ইনিংসে ৪৮ ওভারে ১৮১ রানে শেষ হয়ে গিয়েছিল ক্যারিবিয়ানদের লড়াই৷ দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ থামল ১৯৬ রানে৷

রাজকোটে টস জিতে প্রথম ব্যাটিং নিয়ে স্কোর বোর্ডে ৯ উইকেটে ৬৪৯ রান তুলে ইনিংস ঘোষণা দেয় ভারত৷ অভিষেক টেস্টে দুরন্ত সেঞ্চুরি করে নজর কাড়েন পৃথ্বী শ৷ ভারতের হয়ে প্রথম কম বয়সি ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন মুম্বাইয়ের এই ডানহাতি ব্যাটসম্যান৷

পৃথ্বী যেখানে শেষ করেন সেখান থেকে শুরু করেন ক্যাপ্টেন কোহলি৷ পৃথ্বীর শতরানের পর সেঞ্চুরি আসে বিরাট কোহলির ব্যাট থেকে৷ বৃহস্পতিবার ক্যারিয়ারের ২৪তম টেস্ট সেঞ্চুরি করেন কোহলি৷ সেই সঙ্গে বিরাট টপকে যান শচীন ও সৌরভকে৷ পাঁচ দিনের ক্রিকেটে ২৪টি শতরান করতে ১২৫ ইনিংস নিয়েছিলেন শচীন টেন্ডুলকার৷ কোহলি মাত্র ১২৩ ইনিংসেই ২৪টি শতরানের হাঁকানের ক্লাবে ঢুকে পড়লেন৷ টেস্টে দ্রুততম ২৪ সেঞ্চুরি হাঁকানোর তালিকায় শীর্ষস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যান৷ মাত্র ৬৬ ইনিংসে ২৪টি শতরান হাঁকিয়েছিলেন সাবেক অজি অধিনায়ক৷

কোহলির ২৪টি শতরানের মধ্যে ১৭টি এসেছে অধিনায়ক হিসেবে৷ চলতি বছরে এই নিয়ে চারটি টেস্ট সেঞ্চুরির মালিক হলেন বিরাট৷ সেই সঙ্গে চলতি বছরে টেস্টে ১০০০ রানের গণ্ডি টপকালেন তিনি৷ এই নিয়ে টানা তিনবছর টেস্ট ক্রিকেটে হাজার রানের গণ্ডি টপকে যান বিরাট৷ টানা পাঁচ মৌসুমে টেস্টে হাজারের বেশি রান হাঁকানোর নজির রয়েছে অজি ওপেনার ম্যাথু হেইডেনের৷ সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ১২ তারিখ থেকে হায়দরাবাদে৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া