adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খাজা-ভোজেসে ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণ

AUSTRALIAস্পোর্টস ডেস্ক : ওয়েলিংটন টেস্টে দিনের নিয়ন্ত্রণটা থাকল অস্ট্রেলিয়ার হাতেই। এর চেয়েও বিশেষ করে বলতে গেলে ওসমান খাজা ও এ্যাডাম ভোজেসই প্রায় শনিবার দিনটা নিয়ন্ত্রণে রাখেন। মাঝপথে খাজা আউট হলেও ভজেস পুরো দিন ব্যাট করেই তবে মাঠ ছেড়েছেন। তবে উভয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। ভোজেস তো হাঁটছেন ডাবল সেঞ্চুরির পথেও। 

সারা দিনে নিউজিল্যান্ডের অর্জন তিন উইকেট। আর আগের দিনের তিন উইকেটে ১৪৭ রানে থাকা অস্ট্রেলিয়া শনিবার দিন শেষে প্রথম ইনিংসে করেছে ছয় উইকেটে ৪৬৩ রান। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড মাত্র ১৮৩ রানে অলআউট হওয়ায় দ্বিতীয় দিনশেষে অসিদের লিড দাঁড়ায় ২৮০ রানের।

আগের দিন অপরাজিত থাকা খাজা ও ভোজেস শনিবারও দিনের অর্ধেকটা সময় টিকে ছিলেন। দলীয় ২৯৯ রানে শেষ পর্যন্ত খাজাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করতে সক্ষম হন ট্রেন্ট বোল্ট। আউট হওয়ার আগে ২১৬ বল থেকে ২৫টি চারের মারে ১৪০ রান করেন খাজা। এতে ১৬৮ রানের দীর্ঘ চতুর্থ উইকেট জুটি ভাঙে। খাজা আউট হওয়ার পর কোনো একই ওভারে শন মার্শও ফিরেন সাজঘরে। ব্যক্তিগত দ্বিতীয় বল খেলতে গিয়ে বোল্টের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফিরেন মার্শ। 

এরপর পিটার নেভিলকে নিয়ে ৯৬ রানের জুটি গড়েন ভোজেস। দলীয় ৩৯৫ রানে অ্যান্ডারসনের বলে উইকেটের পেছনে ধরা পড়েন নেভিল। আউট হওয়ার আগে নেভিল করেন ৩২ রান। পরে পিটার সিডলের সঙ্গে আবারো জুটি বাঁধেন ভোজেস। সপ্তম উইকেট জুটিতে এ দুজন ৬৮ রান তোলে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন। ২৮৬ বল খেলে ২৬টি চারের মারে ১৭৬ রান করেছেন ভোজেস। আর সিডল উইকেটে রয়েছেন ২৯ রান তোলে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া