adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নর্দের জোড়া গোলে সেমিতে জামাল

wnzny-fz20131129200004ঢাকা: জোড়া গোল করে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে উদ্বোধনী ম্যাচ জিতিয়েছিলেন সনি নর্দে‌। এবার কোয়ার্টার ফাইনালেও দুদুবার মোহামেডানের জালে বল জড়ালেন হাইতির এই স্ট্রাইকার। ওয়ালটন ফেডারেশন কাপে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে শুক্রবার ধানমন্ডির এই ক্লাবটি ৩-১ গোলে হারিয়েছে মোহামেডানকে।

মাঠে উপস্থিত ছয়-সাত হাজার দর্শকের সামনে দুই দল মোহামেডান এবং আবাহনী প্রথমবারের মত ফেডারেশন কাপে খেলতে নামে। খেলার শুরুতেই দুই দল সমানভাবে আক্রমণ করতে থাকে। খেলার ১১ মিনিটে শেখ জামালের মামুনুলের ফ্রি-কিক মোহামেডানের গোলকিপার মামুন খান প্রতিহত করেন। ২০ মিনিটে জামালের ওয়েডসনের পাসে ডার্লিসটনের শটও রুখে দেন তিনি। পরের চারমিনিটে মোহামেডানের সিদ্দিক ও ইমন বাবুর দুর্দান্ত শট প্রতিহত করেন জামালের গোলরক্ষক।

মামুনুল ইসলামের পাসে ৩৪ মিনিটে মোহামেডানের তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে উদ্বোধনী গোল করেন নর্দে। প্রথমার্ধের শেষ মুহূর্তে আরেকটি সুযোগ পেলেও ব্যর্থ হন শেখ রাসেলের সাবেক এই স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে আরেকটি গোলে সহায়তা করেন জামাল অধিনায়ক মামুনুল। তার পাস থেকে দলের দ্বিতীয় ও টুর্নামেন্টের চতুর্থ গোল করেন নর্দে। দুটি সহায়তাই শুধু নয়, খেলার আট মিনিট বাকি থাকতে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন মামুনুল। দুই মিনিট পরই অবশ্য একটি গোল শোধ দেয় মোহামেডান। গোলটি করেন চুকা চার্লস।

ম্যাচ শেষে মোহামেডনের সহকারী কোচ জুয়েল রানা জানালেন,‘বিদেশিদের কারণে ম্যাচের পার্থক্য থেকে যাচ্ছে। শেখ জামাল কাগজে-কলমে সেরা দল সেটা তারা মাঠের খেলা দিয়ে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আমার দলের ডিফেন্ডারদের খুবই নার্ভাস মনে হয়েছে। তারা বড় ম্যাচের চাপ বুঝে খেলতে পারেনি।’

শেখ জামালের হেড কোচ জোসেফ আপুসি সংবাদ সম্মেলনে বলেন,‘আমরা জেতার জন্য নেমেছি। খেলোয়াড়েরা পরিকল্পনা অনুযায়ী খেলেছে। সনি নর্দে বেশ ভালো খেলেছে। ও-ই ম্যাচের পাথর্ক্য গড়ে দিয়েছে।’

মোহামেডান এসসি: মামুন খান, মিন্টু শেখ, তপু বর্মন, নাহিদুল ইসলাম, সিসান ইদুই, জাহিদ হোসেন, ইমন মাহমুদ, হাবিবুর রহমান সোহাগ, মোস্তফা মোহাম্মদ সিদ্দিক, জাহিদ হাসান এমিলি (অধিনায়ক) এবং বিবিইক।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: জিয়াউর রহমান, রাইহান হাসান, মোনায়েম খান রাজু, মো: লিঙ্কন, নাসির উদ্দিন চৌধুরী, মামুনুল ইসলাম মামুন (অধিনায়ক), সোহেল রানা, সনি নর্দে, আলী আব্দুল্লাহী, ওয়েডসন এনসেলমি এবং ডার্লিংটন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া