adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খেলোয়াড়দের বর্ণবিদ্বেষ বিরোধী শিক্ষা দিতে চায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ক্রিকেট বর্ণবিদ্বেষে জর্জরিত, এমনই জানিয়েছে একটি সমীক্ষা। ছেলে এবং মেয়েদের ক্রিকেটে বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছেন এমন ক্রিকেটারের সংখ্যা বেশি হওয়ায় বেন স্টোকসদের বর্ণবিদ্বেষ বিরোধী শিক্ষার পাঠ দিতে চায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

পেশাদার ক্রিকেটারদের সমিতির পক্ষ থেকে একটি সমীক্ষা করা হয়। সেই সমীক্ষায় জানা গেছে, ৬০০ জন অংশগ্রহণকারীর মধ্যে ৪৫ শতাংশ জানিয়েছেন সতীর্থদের থেকেই শুনেছেন বর্ণবিদ্বেষী মন্তব্য। ৩০ শতাংশ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়েছে তাঁদের, বাকি ১০ শতাংশ জানিয়েছেন তাঁদের বর্ণবিদ্বেষী আক্রমণ করেছেন কোচরা।

এই সমীক্ষার পরেই নড়ে চড়ে বসেছে ইসিবি। একটি ফোন নম্বর দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে, যেখানে বর্ণবিদ্বেষী আক্রমণের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন ক্রিকেটাররা। বর্ণবিদ্বেষী আক্রমণের বিরুদ্ধ মনোভাব তৈরি করতে শিক্ষামূলক পাঠও দেওয়ার কথা ভাবা হচ্ছে। – জি নিউজ/ দ্য সান/ ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া