adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি

shibir_115581নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালী করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা।

শনিবার সকাল ৮টায় কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শাহিন আহমদ খানের নেতৃত্বে র‌্যালিটি বসুন্ধরা গেট থেকে শুরু হয়ে নর্দ্দা বাসস্ট্যান্ড এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শাহিন আহমদ খান বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ৬ জন ছাত্র কর্তৃক প্রতিষ্ঠিত ছাত্রশিবির আজ ৬ হাজার নয় ৬ লক্ষ নয় ৬ নিযুত ছাত্রের বিশাল সংগঠনে পরিণত হয়েছে। জালিমের কোনো জুলুম-নির্যাতনই এই সংগঠনের অগ্রযাত্রাকে প্রতিহত করতে পারেনি, আর পারবেও না।

তিনি বলেন, আজ বাংলাদেশে ইসলামী আন্দোলনকে নেতৃত্বশুন্য করতে একের পর এক নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হচ্ছে। কিন্তু আমরা সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, শত জুলুম নির্যাতন আর হত্যাকাণ্ডের দ্বারা কখনো কোনো ইসলামী আন্দোলনকে বিনাশ করা যায়নি। বরং ইতিহাস সাক্ষী এই জুলুম নির্যাতন জালিমের জন্য উল্টো বুমেরাং হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে তিনি শিবিরের পক্ষ থেকে সকল দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর উত্তর সভাপতি হাসান জারিফ, সেক্রেটারি জে. মাহমুদ, অফিস সম্পাদক আজিজুল ইসলাম সজিব ও অর্থ সম্পাদক জাকের হোসাইন উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া