adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছিলেন মুক্তিযোদ্ধা, আজ ভিক্ষুক

freedomডেস্ক রিপাের্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালে আব্দুর রাজ্জাক স্বাধীনতা অর্জনের জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। বিভিন্ন এলাকায় যুদ্ধ করেছেন। দেশ স্বাধীন হয়েছে কিন্তু সেই মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক আজ জীবনযুদ্ধে পরাজিত। স্বাধীনতা অর্জনের ৪৫ বছর পার করেছে বাংলাদেশ। সে দিন সাড়ে ৭ কোটি বাঙালি এখন ১৭ কোটি ছুঁই ছুঁই। পাল্টে গেছে বাংলার চিত্র। তবুও পাল্টায়নি মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের ভাগ্য। মেলেনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি। অর্ধহারে অনাহারে দিনানিপাত করছেন তিনি। বয়সের ভারে কাজ করতে না পারায় ভিক্ষাবৃত্তির পথ বেছে নিয়েছেন জীবিকা নির্বাহের জন্য।

মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বাড়ি মাগুরা সদর উপজেলা নিজনান্দুয়ালি গ্রামে। ভিক্ষা করেন ঝিনাইদহের বিভিন্ন স্থানে। সম্প্রতি তাকে ভিক্ষা করতে দেখা গেছে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে।
মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে তিনি ভারতের বনগাঁ কাঠাল বাগান এলাকায় প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার রহমত আলী মন্টুর নেতৃত্বে শৈলকুপার আলফাপুর, কুমিরাদহ, আবাইপুর, এবাগনী এলাকায় যুদ্ধে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪৫ বছর পূর্তি হলেও আজও তার স্বীকৃতি মেলেনি। তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তার পরিচয়পত্র দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী। শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার রহমত আলী তার সনদপত্র দিয়েছেন। মাগুরা জেলা মুক্তিযোদ্ধাদের ১২৫নং তালিকায় তার নাম থাকলেও স্বীকৃতি পাননি তিনি। সরকারি সহযোগিতার জন্য তিনি বার বার বিভিন্ন মহলে ধরনা দিলেও তার কথায় কর্ণপাত করেনি কেউ। মুক্তিযোদ্ধা ভাতা তো দূরের কথা, বয়স্ক ভাতাও জোটেনি তার কপালে। অসুস্থ আব্দুর রাজ্জাক একদিন ভিক্ষায় বেরুতে না পারলে সংসারের সবাইকে অভুক্তই থাকতে হয় সারাদিন। চিকিতসার অভাবে প্রায়ই রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় তাকে।
শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার রহমত আলী মন্টু বলেন, আব্দুর রাজ্জাক আমার নেতৃত্বে বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কিন্তু আজ পর্যন্ত তার স্বীকৃতি মেলেনি কি কারণে তা আমার জানা নেই। তার বাড়ি পার্শ্ববর্তী জেলায় হওয়ার কারণে আমি কিছুই করতে পারছি না।
এ ব্যাপারে মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নবুয়াত হোসেন মোল্লার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আব্দুর রাজ্জাককে সেভাবে চিনি না। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড তার বিষয়ে জানতে পারে। সেখানে যোগাযোগ করে বিষয়টি জানতে পারেন।দ্য রিপাের্ট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া