adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দর্শকহীন বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে গ্যালারিতে সুনসান নিরবতা

Bangabandhu.psdজহির ভূইয়া ঃ ২০১৫ সালে প্রথম বঙ্গবন্ধু গোল্ডকাপের আসরে স্বাগতিক বাংলাদেশ ফাইনালে খেলেছিল। এবং যথারীতি প্রতিপক্ষ মালেশিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে ছিল। আর ২০১০ সালে এসএ গেমসে এই বঙ্গবন্ধু স্টেডিয়ামেই ফাইনাল খেলে স্বর্ন জিতেছিল। এর মানে ২০১০ সালের আর ২০১৫ সালের ফাইনালের স্মৃতিই এখন বাংলাদেশের সম্বল! কারন আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে গোল্ডকাপের দ্বিতীয় আসরের ফাইনাল। অথচ বাংলাদেশ নেই ফাইনালে! অথচ টুর্নামেন্ট শুরুর আগে স্বপ্ন ছিল এবার বাংলাদেশ ফাইনালে শিরোপা জিতবে। কিন্তু সেমিফাইনালে বাহরাইন অ-২৩ ফুটবল দলের কাছে লজ্জা জনক ভাবে ১-০ গোলে হেরে স্বপ্নকে কবর দিয়ে দেয়।
বাহরারাইন আর নেপাল খেলছে ফাইনার। যা প্রভাব শতভাগ পড়েছে গ্যালারিতে। ফাইনালে বাংলাদেশ নেই! এর মানে গ্যালারি শূণ্য। এটা আগাম বলার দরকার হয় না। বৃহস্পতিবার রাত থেকেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের চারপাশ আর স্টেডিয়ামের ভেতরটা নিরপাত্তার চাদওে ঢেকে দিয়েছে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, এএসএসএফ সহ অন্যান্য সব বাহিনীর সদস্যরা। কারন প্রধানমন্ত্রী আজ গোল্ডকাপের ফাইনালের প্রধান অতিথি। অথচ বাংলাদেশ নেই ফাইনালে। স্টেডিয়ামে পাড়ায় যে কালোবাজারীতে হাকডাকে কান বন্ধ হবার উপক্রম হয় সেই চিত্র আজ কল্পনা মাত্র। গ্যালারিতে যা কিছু ছিল তা ঐ নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া গ্যালারিতে কোন দর্শক চোঁখে পড়েনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া