adv
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইচ্ছাকৃতভাবে আমাদের ফাঁসানো হয়েছে: শামির বাবা

shami_98867ডেস্ক রিপোর্ট : মাঠে এবং মাঠের বাইরে সময়টা একদমই ভালো যাচ্ছে না ভারতীয় পেসার মোহাম্মদ শামির। চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর মাঠের বাইরে এমন একটা খারাপ খবর অপেক্ষা করবে তা বোধ হয় তিনি ভাবেননি।

এক গরু পাচারকারীর পাশে দাঁড়ানোর অভিযোগে বৃহস্পতিবার শামির ভাই মোহাম্মদ হাসিবকে গ্রেপ্তার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশের আমরোহা থানা এলাকায় গরু পাচার করার অভিযোগে এক ব্যক্তিকে ধরেছিল পুলিশ।

ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় মানুষের সঙ্গে পুলিশের ঝামেলাও বেঁধে যায়। শামির ভাই নাকি পুলিশের উর্দিও ছিঁড়ে দিয়েছেন, এমন অভিযোগ করা হয় পুলিশের পক্ষ থেকে।

এই ঘটনার পরই নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শামির বাবা তৌসিফ আহমেদ বলেন, ‘আমাদের পরিবার এখন বিপন্ন। আমার ছেলে ওইদিন ঝামেলার মধ্যে ছিল না। পরে সেখানে যায়। ওখানে তো আরও অনেকেই উপস্থিত ছিল। কিন্তু হাবিসকেই ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পরিবারের উন্নতি অনেকেই ভাল চোখে দেখে না। আমাদেরকে হিংসা করে বলে তাঁরাই এই ঘটনাটি ঘটিয়েছে। শামির জাতীয় দলে সুযোগ পাওয়ার পর আমাদের পরিবারের সম্মান বেড়ে গেছে। আর এই ব্যাপারটাই অনেকে মেনে নিতে না পেরে এইরকম কাণ্ড ঘটাচ্ছে।’

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘হাসিবের সঙ্গে ঝামেলার সময় মূল অভিযুক্ত পালিয়ে যায়। এরপরই আমরা ওকে গ্রেপ্তার করি। হাসিবের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ১৪৭ ধারায় দাঙ্গা, ১৫৩ ধারায় দু’দলের মধ্যে সংঘর্ষ, ৩৩২ ধারায় কাজের সময় সরকারি কর্মীকে মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া