adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নদী দূষণরোধে ৫ বছর মেয়াদি প্রকল্প

kajal_0 (13)মশিউর রহমান সুমন : নদীদূষণ রোধে ‘ইকোলজিক্যাল রেস্টোরেশন অব ফোর রিভার’ নামে একটি দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রকল্পটি সমীক্ষার কাজ শেষ করতে দুই বছর সময় লাগবে।পাঁচ বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে। পরিবেশ ও বন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট দপ্তর সমন্বয় করে এ প্রকল্প বাস্তবায়ন করবে।রোববার দুপুরে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভা শেষে নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান এ তথ্য জানান।

নৌমন্ত্রী বলেন, নদীদূষণ রোধে আগামী দুই মাসের মধ্যে স্বল্পমেয়াদি আরো একটি প্রকল্পের মাধ্যমে পরিবেশ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএকে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।শাজাহান খান বলেন, বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা এই চার নদীর দূষণরোধে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। চার নদীর দখলমুক্ত করতে ওয়াকওয়ে নির্মাণের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণকাজ শেষ  হয়েছে। আরো ৭০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। মন্ত্রী আরো বলেন, মংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেল দিয়ে সাড়ে ১১ ফুট নদীর গভীরতায় জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এত দিন মাত্র ৮ ফুট গভীরতার জাহাজ চলাচল করেছে। এখন পুরো দমে বড় বড় জাহাজ চলাচল করতে পারছে।তিনি বলেন, আমাদের কাজ হলো নদী দূষণমুক্ত করা। 

প্রয়োজনে জেল জরিমানা অব্যাহত রাখা হবে। নৌমন্ত্রীর সভাপতিত্বে সভায় নৌসচিব শফিক আলম মেহেদী, পানিসম্পদসচিব, ওয়াসার এমডি, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান, নারায়ণগঞ্জ সিটি মেয়র, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া