adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষমা চাইলেন সঙ্গীত শিল্পী নোবেল

বিনােদন ডেস্ক : নানা বিতর্কের পর শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন সঙ্গীত শিল্পী মাঈনুল আহসান নোবেল। সম্প্রতি একজন বিনোদন সাংবাদিককে অপহরণের হুমকি দেন তিনি।

এ প্রেক্ষিতে তাকে সতর্ক করে নিন্দা জ্ঞাপন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি। তাকে বয়কটের ঘোষণা দিচ্ছেন সঙ্গীতাঙ্গনের অনেকে। এরপর দেশের সাংবাদিক সমাজকে হেয় করে অশ্লীল ইঙ্গিতে স্ট্যাটাস দেন তিনি।

এমন অবস্থায় দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সাউন্ডটেক সারেগামাপা তারকা মাঈনুল আহসান নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করলো।

তার এসব আচরণে সবাই যখন ক্ষুব্ধ তখন ফেসবুকে নিজের ভুল স্বীকার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন নোবেল।

মঙ্গলবার (১৮ মে) এক স্ট্যাটাসে তিনি লেখেন, রোড এক্সিডেন্টের পর আমাকে কেউ একবার কল করে খবর নিল না। নিজের আবেগ আসলে ধরে রাখতে পারি নাই। আমি মাত্র ২৪ বছর বয়সী একজন তরুণ শিল্পী। আমিও তো দেশের জন্য সুনাম কুড়িয়ে এনেছি। আমি না হয় ভুল করব। সেই ভুল ধরে দেওয়ার দায়িত্ব তো আপনাদের। সেখানে অনেকেই আমাকে প্রতিনিয়ত হেয় করছেন। তাই আসলে রাগ সামলাতে পারিনি।

আমি সব সাংবাদিক ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে কথা দিচ্ছি পরবর্তীতে এরকম ভুল আর হবে না। সবাইকে ভালোবাসা। ঈদ মোবারক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া