adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওবামার পকেটে কী?

Obama1452922816আন্তর্জাতিক ডেস্ক : আট বছর হলো হোয়াইট হাউসে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সুদীর্ঘ এই সময়ে রাষ্ট্রীয় কাজ পরিচালনাকালে তাকে কখনো অন্যের সমালোচনার তিরে বিদ্ধ হতে হয়েছে। আবার কখনো কাজ করতে করতে ক্লান্তি গ্রাস করেছে। এসব মুহূর্তে পকেটে থাকা কিছু বস্তু নিমেষেই সব ক্লান্তি-হতাশা দূর করে চাঙা করে তুলত ওবামাকে। এসব রহস্যঘেরা বস্তু নিয়ে এবার মুখ খুলেছেন ওবামা। শুক্রবার ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের তিন কর্মকর্তাকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে পকেটের সেসব বস্তু বের করেই দেখালেন মার্কিন প্রেসিডেন্ট।
 
ওবামার প্যান্টের পকেটে থাকা বস্তুগুলোর মধ্যে ছিল পোপ ফ্রান্সিসের কাছ থেকে পাওয়া একটি জপমালা, ছোট্ট একটি বুদ্ধমূর্তি, ২০০৭ সালে আইওয়া সফরকালে ন্যাড়ামাথার মোটরসাইকেল চালকের কাছ থেকে পাওয়া পোকার খেলার চিপ, ইথিওপিয়াতে পাওয়া কপ্টিক খ্রিষ্টানদের ছোট্ট একটি ক্রুশ এবং দেবতা হনুমানের ছোট একটি মূর্তি। ইউটিউব কর্মকর্তা ইনগ্রিদ নিলসনকে ওবামা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ সফরকালে তিনি প্রচুর স্মারক উপহার হিসেবে পেয়েছেন। তবে এগুলোর মধ্যে কয়েকটিকে তিনি সঙ্গে রাখেন, যা তাকে ওই সব লোকদের কথা মনে করিয়ে দেয়, যাদের সঙ্গে তিনি দেখা করেছেন, যাদের গল্প তিনি শুনেছেন। উৎসাহ পাওয়ার জন্যই তিনি এগুলো সঙ্গে রাখেন। যখন খারাপ সময় আসে তখন এগুলো তাকে উৎসাহ দেয়। কারণ, তার কাজের স্বীকৃতিস্বরূপ কেউ না কেউ এগুলো তাকে দিয়েছে।
 
ওবামা বলেন, ‘এগুলো দেখলে মন ভালো হয়ে যায় এবং আমি কাজে ফিরে যাই।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া