adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার জিতলেই সেমিফাইনালে বাংলাদেশ

photo 5_98357ক্রীড়া প্রতিবেদক : লাল-সবুজের দল স্বপ্ন জিইয়ে রেখেছিলো এই দিনটির জন্য। বুধবার সেই কাঙ্খিত লগ্ন। বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক বাংলাদেশ লড়বে মালয়েশিয়ার বিরুদ্ধে। সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। জিতলেই সেমিফাইনালে খেলার স্বপ্নপূরণ হবে এমিলিদের। বঙ্গবন্ধু কাপের গত আসরে ফাইনালে খেলেছিলো বাংলাদেশ। এই মালয়েশিয়ার কাছে হেরেই শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ বাংলাদেশের। এবার প্রথম পর্বেই স্বাক্ষাত হচ্ছে দুই দলের। ম্যাচ জিতলে বাংলাদেশের শুধু জেতাই হবে না, প্রতিশোধও নেওয়া হয়ে যাবে। তবে কোনো খেলোয়াড়ই প্রতিশোধ শব্দটা ব্যবহার করতে চচ্ছেন না। সবার চোখ ম্যাচ জিতে পরের রাউন্ড নিশ্চিত করাতে। 
মঙ্গলবার বাফুফে ভবনে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মামুনুল বলেন, প্রতিশোধ নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য জয়। এ ম্যাচে জিতে শেষ চার নিশ্চিত করতে চাই আমরা। তবে জিততে হলে ভালো খেলার বিকল্প নেই বলেও জানালেন মামুনুল। তিনি বলেন, মালয়েশিয়া ভালো দল। ওদের বিরুদ্ধে জিততে হলে আমাদের ভাল ফুটবল খেলতে হবে। আমার বিশ্বাস আমাদের ফুটবলাররা এ ম্যাচে তাদের সেরাটা খেলবে।
উল্লেখ্য, যশোরে গ্র“প পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া