adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পৌর নির্বাচনে অনিয়মের তথ্য সংগ্রহে নির্দেশ বিএনপির

images_111819ডেস্ক রিপোর্ট :  সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে অংশগ্রহণের জন্য দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। একই সঙ্গে পৌর নির্বাচনে সংঘটিত বিভিন্ন অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে দলটি। নির্বাচনে অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহে ইতিমধ্যে কেন্দ্র থেকে দলের তৃণমূল নেতাদের টেলিফোনে নির্দেশ দেয়া হয়েছে।

টেলিফোনের মাধ্যমে প্রদত্ত এ নির্দেশে দেশের ২৩৪টি পৌরসভায় দল সমর্থিত প্রার্থী ও সংশ্লিষ্ট জেলা বিএনপি সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলের অন্যান্য স্থানীয় নেতা এবং নির্বাচনে দলীয় প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাদের কাছ থেকে তথ্যও সংগ্রহ করতে বলা হয়েছে।

পৌর নির্বাচনে বিএনপির সমন্বয় কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু এ বিষয়ে বলেন, ‘পৌর নির্বাচনে অনিয়মের তথ্য সংগ্রহের জন্য প্রাথমিক কাজ শুরু করেছি। এখনও শেষ হয়নি। এটা শেষ হলে কী কী অনিয়ম হয়েছে সেগুলো যাচাই-বাছাই করে লিপিবদ্ধ করা হবে।’

সমন্বয় কমিটির অপর এক সদস্য বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আমরা সদ্য অনুষ্ঠিত পৌর নির্বাচনের নানা অনিয়মের তথ্য সংগ্রহের জন্য কেন্দ্র থেকে টেলিফোনে সংশ্লিষ্ট এলাকার মেয়র প্রার্থী ও দলের নেতাদের বলেছি।’

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে ভোট জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখানের ঘোষণা দিয়েছে বিএনপি। ২৩৪টি পৌরসভার মধ্যে ঘোষিত ২০৬টির ফলাফলের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ৭ মেয়র প্রার্থীসহ নৌকা প্রতীকের ১৬০ মেয়রপ্রার্থী বিজয়ী হয়েছেন। বিএনপি মনোনীত মাত্র ২৩ জন বিজয়ী হয়েছেন। এছাড়া জাতীয় পার্টি পেয়েছে একটি ও নিবন্ধনহীন জামায়াতের দু’জন স্বতন্ত্র প্রার্থী মেয়র হিসেবে বিজয়ী হয়েছেন। এছাড়া পাঁচজন স্বতন্ত্র এবং অন্যান্য দলের ১৫ প্রার্থী মেয়র পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের পরদিন গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বিএনপি ও ২০ দলীয় জোট গত বুধবার অনুষ্ঠিত পৌর নির্বাচন ২০১৫ এর ফলাফল প্রত্যাখ্যান করেছে।’

এছাড়া বিএনপি রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ১ জানুয়ারি ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ক্ষমতাসীনদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ‘কারচুপি, ভোট ডাকাতি আর ছিনতাই করে আনন্দ করার কিছু নেই। ভোট ডাকাতি করে জেতার মধ্যে আনন্দ নেই। মনে মনে ভাবেন কারা আপনাদের সহযোগিতা করেছে, কারা সিল মেরেছে।’

এদিকে পৌর নির্বাচনে দলীয় সমর্থন নিয়ে যারা নির্বাচনে অংশ নিয়েছেন এবং জেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে তৃণমূলে চিঠি পাঠানো হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম বলেন, ‘হ্যাঁ, আমরা একটি চিঠি পাঠিয়েছি। চিঠিতে পৌর নির্বাচনে দলের যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের সবাইকে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া