adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা অত সহজ নয়: তোফায়েল

index_111559ডেস্ক রিপোর্ট :  পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের বিষয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা অত সহজ নয়। পাকিস্তান পাকিস্তানের জায়গায়, বাংলাদেশ বাংলাদেশের জায়গায়।’  বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার দমদম নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এসব কথা বলেন তিনি।তোফায়েল বলেন, বাংলাদেশের মাটিতে ৭১ সালের যুদ্ধপরাধীদের বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে। অপরাধীরা আইন মেনেই শাস্তি পাবে।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পাকিস্তানের থেকে বাংলাদেশ অনেক এগিয়ে।তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশ সব সময়ই বাণিজ্যিক সুসম্পর্ক বাড়াতে আগ্রহী। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্যিক ঘাটতি সেটা থাকবেই। কারণ হিসেবে তিনি বলেন, ভারত থেকে অনেক কিছু আমদানি করে বাংলাদেশ।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করব দুই দেশের মধ্যে যাতে বাণিজ্যিক লেনদেন আরো বাড়ানো যায়। ভারত থেকে ব্যবসারীরা যাতে বাংলাদেশে গিয়ে বিনিয়োগ করতে রাজি হন। তেমনি বাংলাদেশের ব্যবসায়ীরাও যাতে ভারতে এসে ব্যবসা বৃদ্ধি করতে পারেন সেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া