adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেলবোর্নের পরে দুবাই ওপেনে ফেদেরারের দুর্দান্ত শুরু

FEDERAস্পাের্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের নায়োকোচিত পারফরমেন্সের পরে প্রথমবারের মত কোর্টে নেমেই দাপুটে জয় তুলে নিয়েছেন সুইস তারকা রজার ফেদেরার।  দুবাই ওপেন টেনিসের প্রথম রাউন্ডে ফ্রেঞ্চম্যান বেনোয়িট পেইরিকে ৬-১, ৬-৩ গেমে উড়িয়ে দিয়ে উড়ন্ত সূচনা করেছেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার।
 
জানুয়ারিতে মেলবোর্নে রাফায়েল নাদালকে হারিয়ে ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা দখলের পরে এটাই ফেদেরারের প্রথম ম্যাচ।
 
যদিও পায়ের ইনজুরির কারণে দুবাইতে খেলাই নিশ্চিত ছিল না এই সুইস সেনসেশনের। ক্যারিয়ারের অন্যান্য অনেক কৃতিত্বের মধ্যে এবার দুবাই ওপেনের অন্যরকম একটি কৃতিত্ব অর্জনের লক্ষ্যে তিনি কোর্টে নেমেছেন।
 
দুবাই, উইম্বলডন, বাসেল, সিনসিনাতি ও হলে সাতবার চ্যাম্পিয়ন হলেও কোন ইভেন্টেই অষ্টম শিরোপার দেখা পাননি ফেদেরার। 
 
সোমবার আত্মবিশ্বাসী সূচনার পরে ৩৫ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘যেভাবে খেলেছি তাতে আমি দারুণ খুশি। অন্তত আগ্রাসী খেলা খেলতে পেরেছি। প্রথম রাউন্ডে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। যদিও প্রথমদিকে সার্ভিস নিয়ে কিছুটা সমস্যা হচ্ছিল। কিন্তু আমি মনে করি প্রথমবারের মত এখানে রাতে খেলতে নেমে বলটাও একটু ভিন্ন মনে হচ্ছিল। আশা করছি টুর্নামেন্ট যত সামনে যাবে নিজেকে ততই মানিয়ে নিতে পারবো।’
 
২০০৮ সালে পরে দুবাইয়ে প্রথম খেলতে এসেছেন চতুর্থ বাছাই গায়েল মনফিলস। আর দীর্ঘদিন পরে কোর্টে ফিরেই মিশরীয় ওয়াইল্ড কার্ডধারী মোহাম্মদ সাফওয়াতকে ৬-৪, ৬-৩ গেমে পরাজিত করেছেন এই ফ্রেঞ্চম্যান। দিনের অপর ম্যাচগুলোতে স্প্যানিশ ষষ্ঠ বাছাই রবার্তো বতিস্তা আগুত ৬-১, ৭-৬ (৭/৪) গেমে রাশিয়ান কারেন কাচানোভকে, ২০১৪’র সেমিফাইনালিস্ট ফিলিপ কোহলশ্রেইবার ৬-৪, ৭-৬ (৭/১) গেমে লুক্সেমবার্গের জিলেস মুলারকে পরাজিত করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া