adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাজগোজে সময় নষ্ট না করার পরামর্শ কেটের

k pic_110799বিনোদন ডেস্ক :জামাকাপড় পরা বা সাজগোজ নিয়ে মোটেই মাথাব্যথা নেই হলিউড অভিনেত্রী কেট উইন্সলেটের।

স্কুলে পড়ার সময় বেশ মোটাসোটা ছিলেন কেট। গাট্টাগোট্টা স্বাস্থ্যের জন্য কম কটু বাক্য শুনতে হয়নি তাকে। কদর্য চেহারার জন্য নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছিলেন তিনি। তার পর সব ঝেড়ে ফেলে এগিয়ে গেছেন সামনের দিকে।

গল্পটা শুনিয়ে অল্প বয়সী মেয়েদের বার্তা দিতে চেয়েছেন কেট, চেহারা নিয়ে যাতে তারা বেশি মাথা না ঘামায়।

কেটের ভাষ্যমতে, রেড কার্পেটে হাঁটা আমাদের কাজ। কিন্তু আমি এটাও অনুধাবন করি, কম বয়সী মেয়েদের বোঝা দরকার, সেলিব্রিটিরা সবসময় গ্ল্যামারস অ্যাপিয়েরেন্স নিয়ে থাকেন না। রেড কার্পেটের মতো সর্বক্ষণ আমাদের ও রকম সুন্দর দেখায় না।

জামাকাপড়, সাজগোজ নিয়ে গোটা সময় পার করতে চান না টাইটানিকখ্যাত এ তারকা। শিশুদের স্কুলে ছাড়তে নাকি বাথরোব, নাইটগাউন পরেও চলে যান মাঝে মধ্যে।

তাই তারকারা সবসময় পুতুলের মতো সাজগোজ করে থাকেন, এমন ভাবনা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন কেট উইন্সলেট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া