adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বাংলাদেশে নারী-শিশু নির্যাতনের ৯৭ শতাংশ মামলায় শাস্তি হয় না’

ডেস্ক রিপাের্ট : বাংলাদেশে নারী-শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলায় ৯৭ শতাংশ ক্ষেত্রেই সাজা হয় না বলে অভিযোগ করেছে নারীবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ থেকে এ অভিযোগ উত্থাপন করা হয়।

১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরে পুলিশ কর্তৃক ধর্ষণের শিকার হয়ে মারা যায় ইয়াসমিন। এর প্রতিবাদে জনতার বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালালে সাতজন মারা যান। দিনাজপুরে গড়ে উঠা প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলনের স্মরণে প্রতিবছর ২৪ আগস্ট পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস।

এ উপলক্ষ্যে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) সারা দেশে নারী ও শিশু নির্যাতনের এক পরিসংখ্যান তুলে ধরেন।

তিনি জানান, এ সময়ে ৪২৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৭ জনকে, পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন ২০৮ জন, নির্যাতনের পর হত্যা করা হয় ১৪৪ জনকে। এছাড়া, নির্যাতনের শিকার হয়েছে ৮৫৬ জন শিশু এবং নির্যাতনের পর হত্যা করা হয়েছে ১৪৮ জন শিশুকে।

নারী-শিশু নির্যাতনের ১ লাখ ৬৬ হাজার মামলা এখনো বিচারাধীন রয়েছে জানিয়ে রুশো বলেন, “মামলা যাও বা হয় তার মধ্যে ৯৭ শতাংশ মামলায় কোনো সাজা নাই। নারী-শিশু নির্যাতন এতো ভয়াবহ মাত্রায় পৌঁছার একটি অন্যতম কারণ অপরাধের বিচার না হওয়া। নির্যাতনের যত ঘটনা দেশে ঘটে তার অধিকাংশ ক্ষেত্রে মামলা হয় না। অনেক ক্ষেত্রে ক্ষমতা ও টাকা দিয়ে অপরাধীরা পার পেয়ে যায়।”

আর মামলা হলেও দীর্ঘসূত্রতা, অপরাধের শিকার হওয়া পরিবারের আর্থিক অসামর্থ ও অন্যান্য প্রতিবন্ধকতার কারণে অনেকে মামলা চালাতে পারেন না বলেও সমাবেশে জানান নারী নেতৃবৃন্দ।

এ প্রসঙ্গে হিল উইমেনস ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমা রেডিও তেহরানকে জানান, গতকাল যখন বিভিন্ন নারী সংগঠন দেশব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করেছে ঠিক তখনই বান্দরবান জেলায় লামায় দু’জন ত্রিপুরা কিশোরী বিজিবি সদস্যদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ বিকেলে হিল উইমেনস ফেডারেশনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।

নিরুপা চাকমা জানান, দেশের আন্যান্য অঞ্চলের তুলনায় পাহাড়ে নারী নির্যাতন পরিস্থিতি আরো খারাপ কারণ এখানে জাতিগত নির্যাতনের অংশ হিসেবে বিশেষ করে আইন-শৃংখলা বাহিনীর হাতে পাহাড়ী নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। কিন্তু বিচার পাচ্ছে না।

এ প্রসঙ্গে ২২ বছর আগে কল্পনা চাকমা অপহরণ এবং এ বছর সংঘটিত কয়েকটি ঘটনার উল্লেখ করে নিরুপা চাকমা বলেন, এসব ঘটনায় বিচার না হবার কারণে অপরাধীরা আরো অপরাধ ঘটানোর প্ররোচনা পাচ্ছে।

এ প্রেক্ষিতে সারা দেশে নারী-শিশু নির্যাতন-ধর্ষণ ও হত্যা বন্ধে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন হিল উমেনস ফেডারেশন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও অন্যান্য নারীবাদী সংগঠনের নেতারা। -পার্সটুডে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া