adv
১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যানইউর কোচের পদ ছাড়ছেন ফন গাল

van_Gaal_স্পোর্টস ডেস্ক : সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ সাত ম্যাচে একটি জয়ও নেই। নিজেদের শেষ চার ম্যাচেই হারের বৃত্তে ম্যানচেস্টার ইউনাইটেড। সব মিলিয়ে ভীষণ চাপের মুখে কোচ লুইস ফন গাল। ইতোমধ্যেই ডাচ কোচের ওল্ড ট্রাফোর্ড ছাড়ার গুজব রটে। এবার নতুন খবর হলো, চেলসির বিপক্ষে জয় পেলেও চলতি সপ্তাহেই নাকি ম্যানইউর কোচের পদ ছাড়বেন ফন গাল।
‘দ্য টেলিগ্রাফ’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। প্রসঙ্গত, প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে জয়হীন (শেষ তিন ম্যাচে হার) থাকার পর এবার চেলসির মুখোমুখি হবে ম্যানইউ। সোমবার (২৮ ডিসেম্বর) ওল্ডট্রাফোর্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

স্টোক সিটির বিপক্ষে গত শনিবারের (২৬ ডিসেম্বর) ম্যাচে ২-০ গোলে হারের পরই ফন গালের কোচের দায়িত্ব ছাড়ার গুঞ্জনে বাড়তি মাত্রা যুক্ত হয়। জানা যায়, চেলসির বিপক্ষে হেরে গেলে ডাচ কোচের আঠার মাসের ওল্ড ট্রাফোর্ড অধ্যায়েরও ইতি ঘটবে!
অবশ্য, এ বিষয়ে ম্যানইউ কিংবা ফন গাল এখনো সরাসরি কোনো বিবৃতি দেয়নি। সবই গুজবের ছায়াতলে। সূত্রমতে, ইংলিশ জায়ান্টদের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ড ফন গালকে সমর্থন দিলেও অচিরেই তাতে পরিবর্তন আসতে পারে।
অর্থাৎ, চেলসি ম্যাচের ফলাফলের ওপরই হয়তো ফন গালের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে চেলসি। অপরদিকে, ডাচ কোচ নিজেই যদি ওল্ড ট্রাফোর্ডকে বিদায় জানান তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। উল্লেখ্য, গত বছরের মে মাসে তিন বছরের চুক্তিতে ম্যানইউর কোচ হিসেবে ডেভিড ময়েসের স্থলাভিষিক্ত হন ফন গাল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া