adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশবাসী আশঙ্কামুক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

Kamal1451112489ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এই মুহূর্তে দেশবাসী আশঙ্কামুক্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রেখেছেন। যেখানে বিশ্বের অন্যান্য দেশগুলো পিছিয়ে আছে। বিশ্বের অনেক বড় বড় দেশের নিরাপত্তা ব্যবস্থাও ভেঙে পড়েছে। কিন্তু অনেক সীমাবদ্ধতা থাকার পরও বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ততটা ভেঙে পড়েনি।’
 
শনিবার সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, ‘হোসেনি দালানে বোমা হামলা, আশুলিয়া ও গাবতলীতে পুলিশ হত্যা, রংপুর ও গুলশানে বিদেশি হত্যা, সবগুলোই একসূত্রে গাঁথা। ঘাতকদের চিহ্নিত করা হয়েছে। ওই সব আসামিরা এখন আইনের মাধ্যমে বন্দি রয়েছে। গোয়েন্দারা অনেক বেশি তৎপর যার জন্য আপনারা দেখেছেন, মিরপুরে একটি বাড়িতে জঙ্গিদের পাকড়াও করতে পেরেছে। সেটি অনেক বড় ঘটনা হতে পারত।’
 
তিনি আরো বলেন, ‘শুধুমাত্র দেশীয় চক্র নয় বরং বিদেশিদেরও একটি চক্র এ দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের ইচ্ছা বাংলাদেশকে  অস্থিতিশীল করতে পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে।’
 
তিনি ক্র্যাব সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান। কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বানও জানান তিনি।
 
সম্প্রতি মেডিক্যাল প্রতিবেদক আওরঙ্গজেব সজীবের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি আত্মহত্যা করতে পারেন না। তার মৃত্যু নিয়ে সাংবাদিকদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে।
 
সাংবাদিকদের দাবির মুখে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  ‘সজীবের মৃত্যু তদন্ত করা হচ্ছে। খুব শিগগির সবাই জানতে পারবে, তার আসল মৃত্যুর রহস্য। এর আগে গভীর রাতে কাকরাইল মোড়ে ট্রাকে চাপা পড়ে সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুকের মৃত্যু নিয়েও তদন্ত করা হচ্ছে। সেটিও সহসাই বের করা হবে।’
 
মন্ত্রী বলেন, ‘ক্রাইম রিপোর্টারগণ সবসময় ঝুঁকি নিয়ে কাজ করেন। তাদের ঝুঁকি ভাতা চালু করা যায় কিনা তা ভেবে দেখা হবে। প্রতি বছর মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেরা ক্রাইম রিপোর্টারদের পুরস্কৃত করা হবে। আর আইসিটি অ্যাক্ট আইনটি তথ্য মন্ত্রণালয় হয়ে এসেছে। তবে এ আইন কেউ ব্যবহার করে কাউকে যাতে হয়রানি করা না হয় সেটি পুলিশকে বলা হবে। আমরা সেটি দেখব।’
 
বার্ষিক সাধারণ সভায় ক্র্যাবের প্রাক্তন সভাপতি আক্তারুজ্জামান লাভলু, পারভেজ খান, মধুসূধন মন্ডল, উপদেষ্টা বশির আহমেদসহ ক্র্যাবের সকল সদস্য ও নেতারা উপস্থিত ছিলেন।
 
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া