adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাঁটাতারে ঝুলে থাকে বাংলাদেশ

15মো:রমজান : 
কিশোরী তোমার নীল আসমান
লুট হয়ে যায় শেষমেশ,
সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকে
ফেলানী নামের বাংলাদেশ। (২)
বুকের রক্তে এঁকে মানচিত্র
বুঝালে আমাদের তুমি,
মানুষ কিংবা মানবতা বড় নয়
বড় শুধু তোমাদের রাষ্ট্রভূমি।
বাংলাদেশ মানে ফেলানী
আর ফেলানী মানেই বাংলাদেশ।
স্বপ্ন দেখা সবুজ প্রান্তর
তবু নিষেধের কাঁটাতার,
রক্তের বন্ধন মূল্যহীন যখন
বুলেট বোঝেনা সংসার। (২)
মায়ের বুকে হয়নাকো  ফেরা
অবাক বিশ্ব, এ কোন মানবতার দেশ।
ভিসাহীন পাখিদের বন্ধু হয়ে
ফেলানীরা উড়ুক অবাধে,
এক আসমান, একই আলো
তবে ঝুলে থাকে কোন অপরাধে ?(২)
ক্ষমা করো ফেলানী, ক্ষমা করো
অন্ধ বিবেকে এইতো আছি বেশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া