adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মোস্তাফিজ ও ত্যায়াগি বীরত্বে রাজস্থানের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক : পাঞ্জাব কিংসের নিয়ন্ত্রণে ম্যাচ। জয়টা ছিল সময়ের ব্যপার। রাজস্থান রয়্যালসকে হারাতে শেষ দুই ওভারে লাগত ৮ রান। টি-টোয়েন্টি ক্রিকেটের এই যুগে এই কটা রান তো স্বাচ্ছন্দ্যে নেয়া যায়। কিন্তু সেটা করতে দেননি মোস্তাফিজুর রহমান আর কার্তিক ত্যায়াগি।

১৯তম ওভারে মোস্তাফিজ দেন মাত্র ৪ রান। শেষ ওভারে কার্তিকের হাতে বল তুলে দেন অধিনায়ক সাঞ্জু স্যামসন। ওই ওভারের প্রথম বলে ডট, দ্বিতীয় বলে এক রান নিয়ে প্রান্ত বদল করেন এইডেন মার্করাম।

তৃতীয় বলে নিকোলাস পুরানকে ওয়াইড লাইনে বল করে বিভ্রান্ত করে তুলে নেন উইকেট। চতুর্থ বলে ডট, পঞ্চম বলে ইনফর্ম মার্করামকেও একইভাবে বল করে ফেরান সাজঘরে।
শেষ বলে জিততে হলে লাগত ৩ রান। স্ট্রাইকে থাকা ফ্যাবিয়ান অ্যালেন সেটি করতে পারেননি। শেষ ওভারে ম্যাচ জিতিয়ে হিরো হয়ে গেলেন কার্তিক ত্যায়াগি।

দুবাইতে এদিন টস জিতে রাজস্থানকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় পাঞ্জাব কিংস। দুই ওপেনার এভিন লুইস ও জশ্বি জসওয়ালের জুটি ভাঙে ৫৪ (৩৩) রানে। ৩৬ বলে ৪৯ রানের দারুণ একটা ইনিংস খেলে বিদায় নেন জসওয়াল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও এভিন লুইসের ৩৬ (২১), মাহিপাল লমরের ৪৩ (১৭) ও লিয়াম লিভিংস্টনের ২৫ (১৭) রানে ভর করে ১৮৫ রান তোলে রাজস্থান।

পাঞ্জাবের পক্ষে ৫ উইকেট নেন আর্শদিপ সিং। ৩ উইকেট নেন মোহাম্মদ শামি ও ১টি করে উইকেট নেন ইশান পরেল এবং হারপ্রিত বারার। বড় লক্ষ্য টপকাতে ব্যাট করতে নেমে পাঞ্জাবের দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও লোকেশ রাহুল মিলে তোলেন ১২০ (৭২) রান। দলকে শক্ত অবস্থানে রেখে রাহুল বিদায় নেন ৩৩ বলে ৪৯ রানের ইনিংস খেলে।

মায়াঙ্ক আগারওয়াল ৬৭ রান করেন ৪৩ বলে। এরপর মার্করাম (২৬*) ও নিকোলাস পুরানের (৩২) জুটি দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেলেও শেষ হাসিটা হেসেছে রাজস্থান।
মোস্তাফিজ, ত্যায়াগি, রাহুল তেওয়াটিয়ারা পাঞ্জাবকে আঁটকে দেন ১৮৩/৪ রানে। ৩ রানে জিতে টুর্নামেন্টে টিকে রইল রাজস্থান রয়্যালস। ত্যায়াগি নেন ২ উইকেট, চেতন সাকারিয়া ও তেওয়াটিয়া নেন ১টি করে উইকেট। – ক্রিকইনফো,

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া