adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অপেক্ষা করছি গেইলের জন্য-শাহরিয়ার নাফীস

SHARIR NAFISজহির ভূঁইয়া : রংপুরের বিপক্ষে কাল সোমবার প্রথম ম্যাচ খেলতে নামবে বরিশাল। রংপুর প্রথম ম্যাচ খেলেছ চট্টগ্রামের বিপক্ষে। প্রথম ম্যাচে নামার আগে বরিশালের তারকা ও জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফীস কথা বললেন মিডিয়ার সঙ্গে। অনুশীলন শেষে শাহরিয়ার বেশ অনেকটা সময় নিয়ে কথা বলেন, তাতে ছিল ক্রিস গেইল ও তার দল নিয়ে আলোচনা। পাঠকদের জন্য তা তুলে ধরা হল।
প্রশ্ন ঃ ক্যারিয়ার আরও একটি সুযোগ কিনা নিজেকে দেখানোর?
শাহরিয়ার ঃ বিগত এক দেড় বছর ধরে আমার লক্ষ্যটা ধারাবাহিক ভাবে পারফরম্যান্স করা। ওই কারনেই চেষ্টা করছি কঠোর পরিশ্রম করে নিজেকে প্রস্তুত রাখতে। কারণ আসলে পারফরম্যান্সের বিষয়টি বলে কয়ে হয় না। কোন খেলোয়াড়ই বলতে পারবে না কালকে এতো রান করবো। তবে চেষ্টা করবো বিপিএলে ধারাবাহিক ভাবে ভালো খেলার। গত এক দেড় বছরে ঘরোয়া ক্রিকেট ভালো পারফরম্যান্স হয়েছে। চেষ্টা করবো এটাই ধারাবাহিক ভাবে করার।

প্রশ্ন ঃ বিপিএল সুখস্মৃতি আছে আপনার। এবার বিশেষ কিছু করার পরিকল্পনা আছে কিনা?

শাহরিয়ার ঃ চেষ্টা করবো। গত বছর বিপিএলে অলমোস্ট প্রত্যেকটি ম্যাচেই ভালো পারফরম্যান্স করতে পেরেছিলাম। চেস্টা করবো বিপিএলে ১০টা ম্যাচ আছে, ধারাবাহিকভাবে ভালো খেলার। আলাদা করে নির্ধারিত  স্কোর করার আপাতত কোনও লক্ষ্য নেই। চেষ্টা করবো প্রতিদিনই কোনও না কোনও কিছু কন্ট্রিবিউট করা টিমের জন্য।

প্রশ্ন ঃ জাতীয় লিগের পারফরম্যান্সটা অনুপ্রেরণা যোগাবে কিনা?

শাহরিয়ার ঃ ভালো পারফরম্যান্স সব সময় অনুপ্রেরণা যোগায়। শেষ জাতীয় লিগটা ভালো হয়েছে। চেষ্টা করবো ওই ফর্মটা ধরে রাখার।

প্রশ্ন ঃ নিজের দল সম্পর্কে বলুন।

শাহরিয়ার ঃ আমাদের টিম খুব ব্যালেন্স হয়েছে। আইকন খেলোয়াড় রিয়াদ খুব ভালো টাচে আছে। সাব্বির ভালো টাচে আছে। রনি তালুকদার আছে। বিদেশি খেলোয়াড়দের মধ্যে স্যামি, কুপার, ব্রেন্ডন টেলর ..। আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যালেন্স দল। আমরা চেষ্টা করবো সবাই এক সঙ্গে পারফরম্যান্স করে রেজাল্ট বের করে আনার।

প্রশ্ন ঃ গেইল না আসা পর্যন্ত লোকাল খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে খেলতে হবে।

শাহরিয়ার ঃ আমি ব্যক্তিগত ভাবে মনে করি কোনও দলে এবার একাই ম্যাচ জিতিয়ে দেওয়ার মতো খেলোয়াড় নেই। আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি এবারের বিপিএলটা বাংলাদেশের লোকাল খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর নির্ভর করবে। যা বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা অনেক ভালো দিক। আমরা চেষ্টা করবো ভালো পারফরম্যান্স করে স্পটলাইট  আমাদের দিকে নিয়ে আসার। এই বিপিএল থেকে যেন সবাই বলে আমাদের দলে রিয়াদ আছে, মুশিফক আছে বা নাফিস আছে কিংবা তামিম আছে। এই ব্যাপারটা যেন আমরা করতে পারি।

প্রশ্ন ঃ পেস আক্রমণ নিয়ে কি বলবেন?

শাহরিয়ার ঃ আমাদের পেস আক্রমণ অনেক ভালো। মোহাম্মদ সামি ,,,,কেভন কুপার আইপিএলের অভিজ্ঞ পেসার আছে।  আমাদের স্পিনার সোহাগ গাজীৃবাঁহাতি স্পিনার তাইজুল আছে। আমাদের বোলিং আক্রমণ খুব ভালো।  এছাড়া স্থানীয় পেসারদের মধ্যে আল আমিন আছে সাজেদুল আছে। সবকিছু মিলিয়ে আমাদের দল খুব ব্যালেন্স। তবে নির্ধারিত দিনে যে ভালো ক্রিকেট খেলবে সেই জিতবে। চেষ্টা করবো সবাই মিলে পারফরম্যান্স করার।

প্রশ্নঃ গেইলের সঙ্গে ওপেনিং নিয়ে কিছু বলুন।

শাহরিয়ার ঃ গেইলের সঙ্গে ওপেন করাটা ভালো একটি অভিজ্ঞতা হবে আমার জন্য। অপেক্ষা করছি গেইলের জন্য। তার মতো খেলোয়াড় যে কোনও দলের জন্য একটি সম্পদ। ও আসলে হয়তো ওর সঙ্গে ওপেন করার সুযোগ হবে হয়তোবা। চেস্টা থাকবে আমাদের লোকাল খেলোয়াড়দের পারফরম্যান্স যেন ভালো হয়।
প্রশ্ন ঃ লক্ষ্য সম্পর্কে বলুন।
শাহরিয়ার ঃ অবশ্যই জিতে শুরু করতে চাই। টি-টোয়েন্টি ম্যাচে আসলে বলে কয়ে পারফরম্যান্স করা যায় না। এটা খুব কঠিন একটা গেম। চেষ্টা করবো ভালো শুরু করতে। ভালো শুরু করলে  মূহুর্তটা নিজের করে নেওয়া সহজ হয়। প্রথম ম্যাচটি ভালো ভাবে জিততে পারলে দেখা যাবে পরপর ৩টি ম্যাচ আছে সেগুলোতে ভালো রেজাল্ট করা সহজ হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া