adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটাররা বিশ্বাস করতে পারছিল না ১৬৪ চেস করতে পারব-সাাকিব

Sakibজহির ভূইয়া ঃ বিপিএলের তৃতীয় আসরের কোয়ার্টার ফাইনালে প্রথম সুযোগটি হেলায় হারিয়েছে সাকিবের রংপুর। ৭২ রানে কুমিল্লার বিপক্ষে হেরে কাল আরও একটি সুযোগ কাজে লাগাতে মাঠে নামবে রংপুর দিবা-রাত্রির ম্যাচে মাঠে নামবে। এর আগে আজ নিজ দলের এই হার নিয়ে কি বলবেন সাকিব আল হাসান? এম্যাচ শেষে তো মিডিয়ার মুখোমুখি হতে হবে! তবে সাকিব অভিজ্ঞ ব্যক্তি। তাই আগেই ঠিক করা ছিল কি বলবেন। নিজেদেও দোষ স্বীকার কওে নিয়ে সাকিব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন,‘অবশ্যই আমরা ভালো বোলিং করিনি। পুরো ম্যাচে ভালো কিছু করেছি সেটা বলা যাবে না। শেষ তিন ম্যাচ আমরা ভালো ক্রিকেট খেলেছি। একটা বাজে দিন যেতেই পারে। টি-টোয়েন্টি খেলাটাই এরকম। কালকে আরেকটা সুযোগ আছে। আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যেন কালকের জন্যে প্রস্তুত থাকি।” 
তাহলে কি উইকেট ঠিক ছিল না? জবাবে বলেন,‘উইকেট খারাপ ছিল না। আমরা ২০-২২ রান বেশি করেছে। এটা ১৪০-৩৫ এর উইকেট। ১৬০ এর অবশ্যই না। আসলে বিপিএলে এরকম অনেকগুলো ম্যাচেই হয়েছে। আমরা এমন না যে খুব বাজে ভাবে হারছি ৯-১০ উইকেট। কিংবা একশ রানের নিচে অল আউট হয়ে গেছি। এটা আসলে টি-টোয়েন্টের মজা। আজকে এরকম পারফর্ম করছেন কাল এসে দেখছেন ভিন্ন একটা দল। আসলে স্পিনারদের জন্যে হেল্প ছিল উইকেটে। আমার কাছে সবচেয়ে বেশি যেই জিনিসটা মনে হচ্ছে ওরা একটা লাকি ছিল। যেভাবে ইচ্ছা ব্যাট চালাইছে। যেটা ব্যাটে লাগে নাই সেটা মিস করে গেছে। যেটা ব্যাটে লেগেছে সেটা গ্যাপে পড়ছে অথবা বাউন্ডারি হয়ে গেছে। অবশ্যই ইমরুল ভালো ব্যাটিং করেছে। যারা কারছে শুরুতেই ওরা ভালো একটা মোমেনটাম পেয়েছে। তারপরে যারা আসছে তারা ধারা বজায় রাখতে পেরেছে। অন্যদিকে আমরা সঠিক বোলিং করতে পারিনি। এই উইকেটে যত ভালো বোলিং করা উচিত ছিল স্পিনারদের।’ 
জাতীয় দলের হয়ে এ রকম খারাপ ম্যাচ খেলা নিয়ে প্রশ্ন করা হলে জবাবে বলেন,‘জাতীয় দলের হয়ে এরকম খারাপ ম্যাচ খেলেছি। নিউজিল্যান্ডের হয়ে ২০১২ এর বিশ্বকাপের ম্যাচটি খুব খারাপ খেলছিলাম। আমি যেটা বলবলাম টি-টোয়েন্টি ম্যাচটাই এরকম। একটা দিন খারাপ যেতেই পারে। মজার বিষয় হচ্ছে ব্যাক টু ব্যাক যেহেতু ম্যাচ থাকে এত কিছু চিন্তা করার সময় থাকে না। পরের ম্যাচ নিয়ে সবাই ফোকাস করে।’
যে শটে আউট হয়েছেন সাকিব সেটা নিয়ে বলেন,‘ছয় হলে সবাই বলতো গুড শট। আউট হয়েছে বলে বলছে বাজে শট। সত্যি বলতে দায়িত্ব তো অবশ্যই থাকা উচিত। বাজে শট ছিল ওই পরিস্থিতি অনুযায়ী। আরো ভালো চিন্তা করে ব্যাটিং করা যেত।’ সাকিব নিজের দোষ কাধে নিয়ে আরও বলেন,‘ আমার কাছে মনে হয় আমরা ব্যাট-বোলিং কোনটাই ভালো করিনি। যদি বোলিং নিয়ে বলি তাহলে আমরা শুরুটা ভালো করিনি। ওখানে মোমেনটামটা মিস হয়ে গেছে। উইকেট কতটা সহজ ছিল না ব্যাটিং করার। একই সঙ্গে ওদের উইকেটও যাচ্ছিল না। যা আমাদের হতাশ করছিল। এ কারণে একটু কঠিন হয়ে গেছে। যখন ১৬০ করছিল তখন আমাদের ক্রিকেটাররা বিশ্বাস করতে পারছিল না ১৬৪ রান চেস করতে পারব। আসলে উইকেট সম্পর্কে ধারণা করাটা একটু কঠিন। আমি যেটা বললাম একটা-দুটা উইকেট যদি নিতে পারতাম হয়ত এ রান ১২০-১৩০ এ থেমে যেত। তখন সহজ হয়ে যেত। এরকম উইকেটে এত প্রেসার ম্যাচে ১৫০ এর উপরে রান অবশ্যই করা কঠিন।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া