adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসি নিয়মের প্রথম বলি ওয়েস্ট ইন্ডিজ

iccস্পোর্টস ডেস্ক : মুখে বিশ্বায়ানের কথা বলা হলেও ক্রিকেটকে সঙ্কুচিত করছে খোদ আইসিসি। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে মাত্র ১০ দলের অংশগ্রহণের সুযোগ রয়েছে। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে র‌্যাঙ্কিংয়ের সেরা আট দল। সেখানে বাংলাদেশ পাকিস্তান সেভ হলেও নিয়মের বলি হতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজেকে। অভিজাত ঐ টুর্নামেন্টে ক্যারিবিয়ানদের দর্শক হতে হচ্ছে। কারণ আসছে সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের সেরা আটে ওঠার তাদের তেমন সুযোগ নেই বললেই চলে।

এন শ্রীনিবাসনের নেতৃত্বে আইসিসির নির্বাহী কমিটি যে কোনো বৈশ্বয়িক টুর্নামেন্টের কলেবর ছোট করে ফেলছে। কিন্তু এর কোনো প্রতিবাদ করছে না আইসিসির অন্য পূর্ণাঙ্গ সদস্য দেশগুলো। আইসিসির গত মিটিংয়ে বিশ্বকাপে ১০ দলের অংশগ্রহণের বাপারে প্রতিবাদ করতে চেয়েছিল পাকিস্তানও বাংলাদেশ। কিন্তু সময়মত দুই দেশই এ ব্যাপারে মুখ বন্ধ রাখে।

আগামী বছর মার্চ- এপ্রিলে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।সেখানে মূল পর্বে ১০টি দল অংশ নিবে। র‌্যাঙ্কিংয়ের সেরা আট দল এবং প্রথম পর্বের দুই গ্রুপের দুই গ্রুপ চ্যাম্পিয়ন দল।


টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের স্থান দশ নম্বরে। তাই সরাসরি মূল পর্বে খেলার সুযোগ নেই। বাংলাদেশকে খেলতে হবে প্রথম পর্বে। দুই গ্রুপে আট দল নিয়ে হবে এ পর্ব। মানে প্রতি গ্রুপে চার দল। বাংলাদেশকে মূল পর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতেই হবে।

মানে বাংলাদেশের মতো দলও সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে না। অথচ এই দলটি টানা বড় দলগুলোকে হারিয়ে চলেছে!
আইসিসি চলে তিন মোড়লের খবরদারিতে (ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড)।তারা যখন র‌্যাঙ্কিংয়ের নিচের দিকে চলে আসবে তখন বোধকরি নিয়মের পরিবর্তন হবে।তার আগে নয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া