adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ- বাংলাদেশ -দ.আফ্রিকা উদ্বোধনী ম্যাচ

ICC+03ক্রীড়া প্রতিবেদক : আর মাত্র ৪৭ দিন। তারপরেই বাংলাদেশের ৮টি ভেন্যুতে গড়াবে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০১৬। আর এই বিশ্বকাপকে সামনে রেখে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি।
২৭ জানুয়ারি থেকে ১৪ ফেব্র“য়ারি পর্যন্ত অনুষ্ঠিত এই মেগা ইভেন্টে দেশের আটটি ভেন্যুতে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক বাংলোদেশের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে অংশ নেবে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। 
সোমবার দুপুরে রাজধানীর স্থানীয় একটি হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সূচি গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও আইসিসি’র জেনারেল ম্যানেজার জেফ অ্যালারডাইস, কুমার সাঙ্গাকারা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে নাজমুল হাসান পাপন বলেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মধ্য দিয়েই ভবিষ্যতের ক্রিকেটার বেরিয়ে আসবে। আজকের প্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা, বিরাট কোহলি, তাসকিন আহমেদের মতো প্রতিশ্র“তিশীল ক্রিকেটাররা এই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের মধ্য দিয়েই বেরিয়ে এসেছেন। বাংলাদেশ এই বিশ্বকাপ আয়োজন করতে পেরে খুবই খুশি।
১৯ দিনের এই টুর্নামন্টের ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং এবারের নতুন ভেন্যু কক্সবাজারে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর-শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচই দিনের বেলায় অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়।
ইভেন্টের ফরম্যাট অনুযায়ী অংশ নেয়া ১৬টি দলকে ৪টি গ্র“পে ভাগ করা হয়েছে। যেখান থেকে প্রতিটি গ্র“পের সেরা ২টি দল সুপার লিগ স্টেজে পৌঁছাবে এবং বাকি ২টি দল প্লেট চ্যাম্পিয়নশিপে অংশ নেবে।

গ্র“প ‘এ’তে থাকছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, স্কটল্যান্ড ও নামিবিয়া। গ্র“প ‘বি’তে পাকিস্তান, শ্রীলঙ্কা আফগানিস্তান ও কানাডা, ‘সি’ গ্র“পের দলগুলো হলো ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও ফিজি আর ‘ডি’ গ্র“পে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও নেপাল।

১০টি টেস্ট খেলুড়ে দেশ বাদেও এই বিশ্বকাপে অংশ নিচ্ছে আইসিসি’র ৬টি সহযোগী দেশ। দেশগুলো হলো আফগানিস্তান, কানাডা, ফিজি, নামিবিয়া, নেপাল এবং স্কটল্যান্ড। 

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া