adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিরোজা বেগমকে বঙ্গবিভূষণ দেওয়ার ইচ্ছা ছিল মমতার : আবিদা ইসলাম

আবিদা ইসলাম

 

 

 

 

 

 

ডেস্ক রিপোর্ট : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন কলকাতায় বাংলাদেশের বিদায়ী উপ- হাইকমিশনার আবিদা ইসলাম। সোমবার বিকেলে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

১৫ মিনিটের সাক্ষাতে বিশেষ নীতিনির্ধারক কোনো বিষয়ে আলোচনা না হলেও দু’দেশের দ্বি-পাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান আবিদা ইসলাম।
তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেন, বাংলাদেশের সদ্যপ্রয়াত সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমকে ২২ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবিভূষণ দেওয়ার পরিকল্পনা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু তার আকস্মিক প্রয়াণে মুখ্যমন্ত্রী গভীর শোকাহত।
মুখ্যমন্ত্রী জানান, বঙ্গবিভূষণ মরণোত্তর প্রদানের প্রথা না থাকলেও এই মহান শিল্পীকে সম্মান জানাতে চায় পশ্চিমবঙ্গ সরকার। ফিরোজা বেগমের পরিবারের প্রতি আবারও সমবেদনা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে এই সম্মান তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে সে বিষয়ে চিন্তা করছেন বলে আবিদা ইসলামকে জানিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন আবিদা ইসলাম। এর উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি অবশ্যই বাংলাদেশ আসার চেষ্টা করবেন।
শাড়িসহ আরও কয়েকটি উপহার বাংলাদেশ উপ হাইকমিশনারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেও উপ হাইকমিশনারকে একটি তাঁতের শাড়ি উপহার দেওয়া হয় বলে জানা যায়।
পারস্পরিক কুশল বিনিময়ের মধ্যদিয়ে এই সৌজন্য সাক্ষাতকার শেষ হয় বলে জানান আবিদা ইসলাম।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া