adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারকে বিএনপির হুশিয়ারি – নির্বাচনে কারচুপি হলে বৃহত্তর আন্দোলন

bnp1430144075নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন নির্বাচনে সরকার ‘নীলনকশা’ করছে অভিযোগ করে বিএনপি বলছে, ‘নির্বাচনে কোনো ধরনের কারচুপি হলে জোরদার আন্দোলনের সূচনা হবে।
সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘পুলিশ ও র‌্যাবের সহযোগিতায় সরকার এবং নির্বাচন কমিশন একটি নীলনকশার নির্বাচনের দিকে এগোচ্ছে। সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে বাধা আসলে এর পরিণতি ভালো হবে না। জনগণ সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘প্রত্যাশা ছিল, সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার ও ইসি যথাযথ ব্যবস্থা নেবে এবং সব পক্ষকেই সমান সুযোগ দেবে। কিন্তু সেটা হয়নি। বরং নির্বাচন নিয়ন্ত্রণে নিতে ইসিকে ব্যবহার করা হয়েছে। নামসর্বস্ব প্রতিষ্ঠানগুলোকে নির্বাচন পর্যবেক্ষণ করার অনুমোদন দেওয়া এর প্রমাণ।’
 
তিনি বলেন, ‘আমরা পুরোপুরি অনিশ্চয়তার মধ্য দিয়ে ঢাকা (উত্তর-দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দিকে যাচ্ছি। তারপরও আমাদের প্রত্যাশা, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে সুযোগ দেবে।’
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার বিকেলে এ সংবাদ সম্মেলন হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুসজ্জামান রিপন, বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনেক প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতার মধ্যে দিয়ে বিএনপি সমর্থিত প্রার্থীরা এ নির্বাচনে অংশ নিচ্ছে জানিয়ে মওদুদ আহমেদ বলেন, ‘পুলিশি হয়রানির কারণে আমাদের শত শত নেতা-কর্মী এ নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে পারছেন না।’
‘দক্ষিণ সিটি করপোরশেন থেকে নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও মির্জা আব্বাস এখনও ভোটারের কাছে যেতে পারেননি। এমনকি ৩৬ জন কাউন্সিলরও নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেননি। তারা আত্মগোপনে আছেন’, বলেন তিনি।
মওদুদ আহমেদ বলেন, ‘খালেদা জিয়ার ওপর চার বার হামলা হয়েছে। তার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। দেশবাসী সেটা দেখেছে। কিন্তু সেখানে সরকার এবং নির্বাচন কমিশন যে আচরণ করেছে সেটাতে মর্মাহত হওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই।’
বিএনপি সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের লোকেরা ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া