adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সোমবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল

image_71091_0ঢাকা: প্রহসনের এ নির্বাচন বাতিল এবং নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দলীয় নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত হরতাল ঘোষণা করেছে বিরোধী ১৮ দলীয় জোট।

রোববার সন্ধ্যায় ১০ম জাতীয় নির্বাচন শেষে ১৮ দলের পক্ষে নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক এ কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে হরতালের পাশাপাশি ঘোষিত অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ১৮ দলীয় জোট।

তিনি বলেন, ‘সরকারকে পদত্যাগ, নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার দাবিতে আমাদের আন্দোলন চলবে। আরাধ্য লক্ষ্য অর্জিত হলে আন্দোলন বন্ধ হবে।’

এর আগে সারাদেশে সহিংসতা, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এ নির্বাচনে ভোটার উপস্থিতি স্মরণকালের মধ্যে সবচেয়ে কম। এর পরিপ্রেক্ষিতে বিএনপি দাবি করছে, তাদের নির্বাচন প্রত্যাখ্যানের আহ্বানে সাড়া দিয়েছে দেশের মানুষ।

সংবাদ সম্মেলনে ওসমান ফারুক খালেদা জিয়ার নেতৃত্বে প্রহসনের নির্বাচন বন্ধে চলমান আন্দোলনে অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে সাফল্যমণ্ডিত করায় দেশবাসী ও দলীয় নেতাকর্মীকে খালেদা জিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।

ওসমান ফারুক বলেন, ‘জনগণ ভোট না দিয়ে আওয়ামী লীগ সরকারের বাকশালী আচরণের দাতভাঙ্গা জবাব দিয়েছে। একটি অর্থহীন নির্বাচনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকার কেবল ঘৃণাই কুড়িয়েছে। ভোটার এবং প্রার্থীবিহীন এক দলীয় ও আসন ভাগাভাগীর নির্বাচনী প্রহসনের নাটক মঞ্চয়ান কলঙ্কজনক অধ্যায় হিসেবে আজকের তারিখটি জাতির কাছে চিহ্নিত হয়ে থাকবে।’

তিনি অভিযোগ করেন পাতানো নির্বাচনকে বর্জন করতে গিয়ে দেশের বিভিন্নস্থানে যৌথবাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা ২১জনকে গুলি করে হত্যা করেছে। অসংখ্য আহত হয়েছে। যত সময় যাবে এই সংখ্যা আরো বাড়াবে।

অবিলম্বে এই নির্বাচন কমিশনারের পদত্যাগও দাবি করেন তিনি।

তিনি বলেন, বিরোধী দলের এই আন্দোলনে জনগণের বিজয় হয়েছে। জনগণ ভোট দিতে কেন্দ্র যায়নি, ভোট প্রদান করেনি। তাই এই সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের কোন সমর্থন এই সরকারের উপর নেই। গুণ্ডাবাহিনী ও সন্ত্রাসীবাহিনীর উপর নির্ভর করে এই সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। এই গণবিচ্ছিন্ন, স্বৈরাচারী ও জালিম সরকারের পতন সুনিশ্চিত।

সরকারকে প্রহসনের এই নির্বাচনের ফলাফল বাতিল করে সংলাপে বসার আহ্বান জানিয়ে ওসমান ফারুক বলেন, ‘পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিন।’

শৈত্যপ্রবাহের কারণে ভোটারদের উপস্তিতি কম হয়েছে সরকারের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, ‘শৈত্য প্রবাহ নয় জনগণের ঘৃণার শৈত্যপ্রবাহ সরকারকে হিমাগারে পাঠিয়ে দিয়েছে।’

এই নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই নির্বাচনের আগেই ১৫৩ জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচনে গড়ে তিন থেকে ৫ শতাংশ ভোটও পড়েনি। বহু লোক হত্যা করা হয়েছে, বহু কেন্দ্র বন্ধ হয়েছে। যদি তারা মনে করে জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্বের কোন দেশ এই নির্বাচনে পযবেক্ষক না পাঠালেও ভারত বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ হয়েও পর্যবেক্ষক পাঠিয়েছে যা গ্রহণযোগ্য নয়।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া