adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধ প্রতিষ্ঠানে ২৬ কোটি টাকা ঋণ দিয়েছে অগ্রণী ব্যাংক

Hasib_1ডেস্ক রিপোর্ট :  একটি বন্ধ প্রতিষ্ঠানকে প্রায় ২৬ কোটি টাকা ঋণ দিয়েছে অগ্রণী ব্যাংক। এই অনিয়মের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মেসার্স চৌধুরী এ্যান্ড কোম্পানি নামক ওই প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকের পরিচালনা পর্ষদের যোগসাজশে ঋণ জালিয়াতির মাধ্যমে ওই অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
বুধবার এ অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে দুদক। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ও সংশ্লিষ্ট শাখার সুপারিশ ছাড়াই উৎপাদনহীন প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এ্যান্ড কোম্পানিকে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ ২৫ কোটি ৮২ লাখ টাকা ঋণ প্রদানের অনুমোদন দেয় বলে অভিযোগে বলা হয়।
দুদক সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ সেপ্টেম্বর ব্যাংকের ১০৩৭তম বোর্ড সভায় এ ঋণ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে প্রতিষ্ঠানটি ঋণখেলাপি হিসেবে চিহ্নিত। প্রতিষ্ঠানটির কাছে অগ্রণী ব্যাংকের এখনও ২০ কোটি টাকা পাওনা রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক কোম্পানিটিকে শ্রেণীকরণ করে প্রভিশন (ঋণের সমপরিমাণ টাকা জমা রাখা) রাখার জন্য অগ্রণী ব্যাংককে নির্দেশনা দিলেও ব্যাংকের পর্ষদ তা করেনি। বরং প্রভিশন না রেখে ঋণটিকে নবায়ন করে দেওয়া হয়েছে। ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ করপোরেট শাখার ঋণগ্রহীতা ওই প্রতিষ্ঠানকে ২৫ কোটি ৮০ লাখ টাকা ঋণ দিয়েছে পর্ষদ।
অভিযোগে আরও বলা হয়, ২০০৭ সাল পর্যন্ত এ ঋণটি ছিল বেসরকারি পূবালী ব্যাংকের। ২০০৭ সালে অনিয়মের মাধ্যমে ৮ কোটি টাকার এই ঋণ ১২ কোটি টাকা দিয়ে অগ্রণী ব্যাংক কিনে নেয়। পূবালী ব্যাংক থেকে অগ্রণী ব্যাংকে এই ঋণ আনার ক্ষেত্রেও জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কোনো ডাউন পেমেন্ট ছাড়াই ২০১১ সালে ৫ এপ্রিল এই ঋণ নবায়ন করে ২০ কোটি ৫৯ লাখ টাকা হয়। এরপর থেকে কোম্পানিটি লেনদেন বন্ধ করে দেয়। আর এসব কারণে কেন্দ্রীয় ব্যাংক এ ঋণের বিপরীতে ব্যাংকটিকে প্রভিশন রাখতে বলেছে। অথচ ব্যাংক উল্টো এ ঋণকে নবায়ন করেছে।
ঋণ নেওয়ার জন্য যথাযথ আমানত নেই মর্মে অভিযুক্ত ওই প্রতিষ্ঠান সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে। সহায়ক জামানত হিসেবে দেওয়া হয়েছে চান্দাগাঁও থানাধীন রাঙ্গামাটিয়া মৌজাস্থ শিল্প প্লট। আইন অনুযায়ী, গ্রাহক খেলাপি হলে ব্যাংক এ প্লট বিক্রি করতে পারবে না। ফলে জামানত দেওয়ার ক্ষেত্রেও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া