adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্কিল ও ভ্যারিয়েশন জরুরি টি-টোয়েন্টিতে

নিজস্ব প্রতিবেদক : টি-টোয়েন্টি ক্রিকেটকে স্কিল ও ভ্যারিয়েশনের খেলা বলে মনে করেন পাকিস্তান ক্রিকেট দলের পেসার সোহেল তানভীর।তার মতে এ ফরম্যাটের ক্রিকেটে একজন বোলারের জন্য গতি খুবই জরুরি। তবে এর চেয়ে বেশি জরুরি ভ্যারিয়েশন। ব্যাটসম্যানকে ভড়কে দিতে ক্রিকেট সেন্সও জরুরি।শনিবার সোনারগাঁও হোটেলে ওপেন মিডিয়া সেশনে তিনি একথা বলেন।সোহেল তানভীর বলেন, পাকিস্তান-ভারত ম্যাচ খুবই মুশকিল। আমরা রেকর্ডে বিশ্বাসী নই। নির্দিষ্ট ওই দিনে বিশ্বাসী। নি:সন্দেহে পাক-ভারত ম্যাচ চাপের ম্যাচ। আমাদের বোলিং-ব্যাটিং দুটোই ভালো। তবে ওই দিন যে ভালো খেলবে সে-ই জিতবে। তানভীর বলেন, ইতিহাস বলে আমরা সব সময়ই ভালো বোলার তৈরি করি। কোনো বোলার যখন অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডে খেলবেন তখন লাইন লেন্থ গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের কন্ডিশনে আমি অভ্যস্ত। দুসপ্তাহ আগে এশিয়াকাপ খেলেছি।এ অভিজ্ঞতা কাজে লাগবে।পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদের মতে, বাংলাদেশের কন্ডিশন তাদের জন্য খুবই ভালো। তবে নি:সন্দেহে পাকিস্তান- ভারত ম্যাচে বাড়তি চাপ থাকবে।তিনি বলেন, আইপিএল কিংবা বিপিএলে খেলা বা না খেলা আমাদের পারফরম্যান্সে কোনো ইমপ্যাক্ট ফেলবে না। আমাদের কাছে আইপিএল এবং বিপিএল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ নয়। আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন বিষয়।উমর আকমল বলেন, পাকিস্তান-ভারত ম্যাচে ফ্যানস ও মিডিয়া খুবই উপভোগ করি। ব্যাটিংয়ে শতভাগ দেই। দলের জন্য কিপিং করি। তবে পছন্দ ব্যাটিং ও ফিল্ডিং। ভাই কামরানই আমার আদর্শ ক্রিকেটার।পাকিস্তানকে খেলার জন্য নিরাপদ দেশ উল্লেখ করে সবাইকে তার দেশে খেলতে আসার অনুরোধ করেন উমর আকমল।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া