adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ার ১০টি যুদ্ধবিমানে আঘাত করা হয়েছে : ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক : ১০টি রাশিয়ান যুদ্ধবিমানকে আঘাত করা হয়েছে এবং দুটি বড় অস্ত্রবাহী সামরিক বহরকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী।

বৃহস্পতিবারের এ ঘটনার জায়গা সম্পর্কে বিস্তারিত জানায়নি ইউক্রেন।

বিবৃতিতে ইউক্রেনের বিমানবাহিনী জানায়, এসইউ-২৫ এবং এসইউ-৩৪ মডেলের যুদ্ধবিমানগুলোতে আঘাত হানা হয়েছে। এর মধ্যে স্টিংগার ম্যান-পোর্টেবল ক্ষেপণাস্ত্র দিয়ে একটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার সামরিক বাহিনী এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে ইউক্রেনের এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৪৭৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

সূত্র : বিবিসি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া