adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলের ফাইনালে মুম্বাইয়ের সঙ্গী দিল্লি

স্পাের্টস ডেস্ক : আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিল দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে বিদায় করেছে দলটি। মঙ্গলবারের ফাইনালে যাদের প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

রবিবার ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে দিল্লি।

আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল দিল্লি। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮৯ রান তোলে দলটি। জবাবে হায়দরাবাদ আটকে যায় ৮ উইকেটে ১৭২ রানে।

বড় রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে হায়দরাবাদ শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। ডেভিড ওয়ার্নার ২ রান করে কাগিজো রাবাদার বলে বোল্ড হন। প্রিয়ম গর্গ ওপেন করতে নেমে ১৭ রান করে আউট হন। মণীশ পান্ডে ২১ রান করে উইকেট দিয়ে আসেন। হায়দরাবাদ মাত্র ৪৪ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে বসে।

হোল্ডার আউট হন ১১ রানের সতর্ক ইনিংস খেলে। আব্দুল সামাদকে সঙ্গে নিয়ে পালটা লড়াই চালান কেন উইলিয়ামসন। শেষে ৫ চার ও ৪ ছক্কায় ৪৫ বলে ৬৭ রান করে আউট হয়ে বসেন উইলিয়ামসন। সামাদ ফেরেন ১৬ বলে ৩৩ রান করে। রশিদ খান ১১ রান করে ক্রিজ ছাড়েন। খাতা খুলতে পারেননি শ্রীবত্স গোস্বামী।

রাবাদা ২৯ রান খরচ করে ৪ উইকেট নেন। স্টয়নিস নেন ২৬ রানে ৩ উইকেট। ১টি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল।

এর আগে দিল্লির হয়ে ৬ চার ও ২ ছক্কায় ৫০ বলে ৭৮ রান করেন শিখর ধাওয়ান। স্টয়নিস ৫ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৮ রান করেন। শিমরন হেটমায়ার ২২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন।

ব্যাটে-বলে আলো ছড়িয়ে স্টয়নিস হয়েছেন ম্যাচ সেরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া