adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাল ইমরুল থাকছেন না- একাদশে লিটন!

LITON DASক্রীড়া প্রতিবেদক : জাতীয় লিগের সর্বশেষ ম্যাচে করেছিলেন সেঞ্চুরি। ফতুল্লায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও তার বাট হাসলো। করলেন হাফ সেঞ্চুরি। পুরস্কারও পেলেন ইমরুল কায়েস। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে স্থান পেলেন ১৪ জনের দলে। সৌম্য দলে  নেই। তাই মনে করা হয়েছিল তামিম ইকবালের সঙ্গে ওপেন করবেন তিনি।

কিন্তু না, দেখা গেল অন্য দৃশ্য। ইনফর্ম ব্যাটসম্যান ইমরুল কায়েসকে ঠেলে একাদশে ঠাই করে নিয়েছেন ব্যাটিংয়ে ধুকতে থাকা উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস। অথচ মূল উইকেট কিপার হিসেবে ছিলেন মুশফিকুর রহিম!

তামিমের সঙ্গে ওপেন করতে নেমে জিম্বাবুয়ের দুর্বল বোলিংয়ের বিপক্ষে দাঁড়াতেই পারলেন না লিটন। ৬ বল মোকাবেলা করে আউট ০ রানে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলেও আর্ন্তজাতিক ক্রিকেটে পুরো ব্যর্থ  লিটন। ৭ ওয়ানডেতে সাকুল্যে তার রান ১০০, সর্বোচ্চ ৩৬।

টানা ব্যর্থ হলেও একের পর এক সুযোগ পেয়ে যাচ্ছেন উত্তরবঙ্গের এ ব্যাটসম্যান। ব্যাটে রান না থাকলেও এমনকি কালকের দ্বিতীয় ওয়ানডেতেও তার একাদশে থাকাটা একরমক নিশ্চিত। অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা দিলেন সেই ইঙ্গিত।

ইনফর্ম ব্যাটসম্যানকে বাদ দিয়ে লিটনকে একাদশে নেওয়াটা প্রশ্নের জš§ দিয়েছে। তবে বাংলাদেশ অধিনায়ক লিটনকে একাদশে রাখার যৌক্তিকতা তুলে ধরেন এভাবে,‘আমাদের মাঝে একটা বাজে চিন্তা আছে। আমরা কাউকে দ্রুত দলে নিয়ে নেই, আবার দ্রুত বাদ দিয়ে দেই। এসব থেকে বেরিয়ে আসতে হবে। আরও পেশাদার হতে হবে আমাদের। যাকে দলে নেওয়া হয়, তাকে যথেষ্ট সুযোগ দিতে হবে।’

কাল দ্বিতীয় ওয়ানডেও লিটনের একাদশে থাকটা একরকম নিশ্চিত। সেটা পরিস্কার মাশরাফির কথাতেই, আশা করি, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে লিটন। ঐ ম্যাচে না পারলে তার পরের ম্যাচে পারবে। ওর সামর্থ্য আছে। আমার বিশ্বাস, একটা বড় ইনিংস খেললেই সব ঠিক হয়ে যাবে। আত্মবিশ্বাসটা পাবে সে, নিয়মিত রান করা শুরু করবে।’

১৪/১৫ সদস্যের দল গড়ে দেওয়ার দায়িত্ব নির্বাচকদের। কিন্তু একাদশ ঠিক করেন কোচ ও অধিনায়ক। এখানে অধিনায়কের আনুকূল্য লিটন দাসের দিকে। কোচ হাথুরাসিংহে লিটনের পরিবর্তে ইমরুল কায়েসকে একাদশে চাইলে অবশ্য দৃশ্য পটের পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে একাদশে জায়গা হলেও হতে পারে ইমরুল কায়েসের। তবে সেই সম্ভাবনা একেবারেই কম।

বড় ব্যবধানে প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।এজন্য উইনিং কম্বিনেশন ভাঙ্গতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। তাই এ যাত্রায় বেঁচে যাচ্ছেন লিটন। তবে এ সিরিজে রান না পেলে পরের সিরিজে যে তাকে বাদ পড়তে হবে, সেটা একরকম নিশ্চিত।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া