adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে ইরানের গ্রুপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আয়োজিত নারী অনূর্ধ্ব-১৭ ও ২০ এশিয়ান কাপের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের বাছাইয়ে ইরানের গ্রুপে পড়েছে বাংলাদেশ। দুটি প্রতিযোগিতার বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। ইরান ও বাংলাদেশের সঙ্গে ‘এইচ’ গ্রুপে আছে তুর্কমেনিস্তান।

আগামী বছরের ১০ মার্চ তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের বাছাই শুরু করবে বাংলাদেশ। ১২ মার্চ খেলবে ইরানের বিপক্ষে।

অনূর্ধ্ব-১৭ বছর বয়সীদের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। মূল পর্বে ওঠার লড়াইয়ে গোলাম রব্বানী ছোটনের দলের প্রতিপক্ষ সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও তুর্কমেনিস্তান। এ বাছাইয়ে বাংলাদেশ পথচলা শুরু করবে আগামী বছর ২৬ এপ্রিল তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাত ও ৩০ এপ্রিল সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে দল। দুটি বাছাইয়ের আয়োজক ও ভেন্যু নির্ধারিত হয়নি এখনও। দুটি প্রতিযোগিতার মূলপর্ব অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ আয়োজন করবে উজবেকিস্তান এবং ১৭ বয়সীদের আসর হবে ইন্দোনেশিয়াতে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া