adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রুশ অভিযানে সিরিয়ায় ধ্বংস হয়েছে ৬৩ অবস্থান

77bf486af3441ed0e938b87825741159_XLআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিমান বাহিনী গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় অভিযান চালিয়ে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’এর ৬৩টি অবস্থান ধ্বংস করেছে। এ সব অবস্থানের মধ্যে ৫৩টি শক্তিশালী অবস্থান, ৭টি অস্ত্রাগার, ১টি কমান্ড পোস্ট এবং ৪টি কমান্ড পোস্ট রয়েছে।
 
রুশ ৬৪ অভিযানে সুখোই এসইউ২৪এম, এসইউ-৩৪, এসইউ ২৫এসএম এবং এসইউ-৩০ যুদ্ধবিমান। সিরিয়ার হামা, ইদলিব, লাতাকিয়া এবং রাক্কা প্রদেশে এ সব অভিযান চালানো হয়েছে।  রুশ প্রতিরা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকোভ জানিয়েছেন, সফল অভিযান শেষে সব রুশ বিমান খামেইমিম বিমান ঘাটিতে নিরাপদে ফিরে এসেছে।
 
এদিকে, আইএসআইএল’এর বেতার যোগাযোগে আড়িপাততে পেরেছে রুশ বাহিনী। আড়িপেতে পাওয়া তথ্যে জানা গেছে রুশ বিমান অভিযানে এ সন্ত্রাসীগোষ্ঠীর মধ্যে ব্যাপক আতংকের সৃষ্টি হয়েছে। রাক্কা প্রদেশে রুশ বোমা হামলার পর আইএসআইএল’এর ফিল্ড কমান্ডাররা অস্ত্র এবং সামরিক সরঞ্জাম পাঠানোর জন্য তাদের উচ্চ পর্যায়ের সঙ্গীদের কাছে আহ্বান জানাচ্ছে। এ ছাড়া, তারা তড়িঘড়ি যোদ্ধা মোতায়েনের আহ্বান জানিয়ে চলেছে।
 
এদিকে, সিরিয়ার সেনা অভিযান নিয়ে রুশ-মার্কিন সেনাবাহিনী দ্বিতীয় ভিডিও বৈঠক করেছে বলে খবর দিয়েছেন ইগর কোনাশেনকোভ। বৈঠকে উভয় দেশ সিরিয়ায় বিমান নিরাপত্তা বিষয় আলোচনা করেছে বলে জানানো হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া