adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় স্বর্ণখনি ধসে প্রাণ গেলো ১৮ জনের

ইন্দোনেশিয়ায় স্বর্ণখনি ধসে নিহত ১৮আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় স্বর্ণখনি ধসে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন নারী। দেশটির কর্মকর্তারা জানান, শনিবার সকালে পশ্চিম কালিমানতান প্রদেশে এ ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, দুর্ঘটনাটি প্রত্যন্ত অঞ্চলে ঘটায় বিকেল পর্যন্ত খবর পাওয়া যায়নি। পরে শনিবার রাতের দিকে উদ্ধারকর্মীদের পাঠানো হয়। জীবিতদের উদ্ধার করার চেষ্টা চলছে। তবে কতজন সেখানে আটকা পড়েছে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি কর্মকর্তারা। স্থানীয় টেলিভিশনে জানানো হয়েছে, খনিতে ওই সময় ৫ শতাধিক লোক কাজ করছিলেন।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় অবৈধ খনি নিয়ে প্রায়ই দ্বন্দ্ব সংঘাত ও দুর্ঘটনা ঘটে থাকে। এসব খনি এতটাই প্রত্যন্ত অঞ্চলে যে সরকারের পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।
পনটিয়ানাকস্থ পশ্চিম কালিমানতান উদ্ধার হেডকোয়ার্টার্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিওনার্দাস সাবার উম্বারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, কয়েক বছর আগেও একই এলাকায় একটি খনি ধসে ৯ জন মারা যান। সূত্র : রয়টার্স।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া