adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেয়ে হয়ে জম্ম – বয়স ১২ হলে ছেলে হয়ে যায়!

latin america_84177আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ ডমিনিকান রিপাবলিকের এক আজব গ্রাম। সেই গ্রামেরই বাসিন্দা জনি। শারীরিকভাবে সে ছেলে। কিন্তু কোনও এক কারণে জনির পুরুষাঙ্গ গঠিত হয়নি। তবে ১২ বছর বয়স হওয়ার পর জনির পুরুষাঙ্গ গঠিত হয়।

ডমিনিকান রিপাবলিকের দেিণ সালিনাস নামের এই গ্রামে জনির মত আরও অনেক ছোট ছোট ছেলেদের ঠিক একই অবস্থা। ১২ বছরের আগে তারা সবাই মেয়ে থাকে। আবার ১২ তে পা দিলেই তাদের পুরুষাঙ্গ গঠিত হয়ে ছেলেতে পরিণত হয়। স্থানীয়রা এা নাম দিয়েছে ‘গুভেডসেস’ বা ১২ বছরে পুরুষাঙ্গ রোগ।

জনিকে যেমন সবাই ১২ বছরের আগে বলতো মেয়ে। পুরুষাঙ্গ গঠিত হওয়ার পর জনিকে এখন সবাই ছেলে বলে ডাকতে শুরু করেছে। এই গ্রামের এটাই নিয়ম। ১২ বছর না হলে বোঝা মুশকিল সে মেয়ে না ছেলে।

স্থানীয়রা জানালেন, এই গ্রামের ছয় জনকে সবাই মেয়ে বলেই চিনত। ওরা ফ্রক, মহিলাদের পোশাক পরেই গ্রামে ঘুরত। চলতি বছর ১২-তে পা দিতেই ওদের পুরুষাঙ্গ গঠিত হওয়ার খবর ছড়িয়ে পড়লো। এখন ওই ছ জনই ছেলেদের পোশাক পরে ঘোরে। এটা বড় অসুবিধার।
কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটছে? এর উত্তরে ডাক্তররা ভয়ানক কথা বলেছেন। তাদের বক্তব্য হলো- পুরো গ্রামই জেনেটিক ডিসঅর্ডারে ভূগছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া