adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাঈদ

1425203452আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মুফতি মোহাম্মদ সাঈদ (৭৯)। রবিবার জম্মু বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সরকার গঠনে পিডিপিকে সমর্থন দিচ্ছে বিজেপি। এই প্রথমবারের মতো ভিন্ন রাজনৈতিক আদর্শের দুই দলের জোট সরকার গঠিত হয়েছে। জম্মু বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ, প্রবীণ নেতা এল কে আদভানি ও মুরলি মনোহর জোশি এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার। বিজেপির নির্মল সিংসহ জোট সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা ২৫ জন। নির্মল সিং উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
জম্মু ও কাশ্মীরের বিধানসভায় আসনসংখ্যা ৮৭। এই নির্বাচনে সর্বোচ্চ ২৮টি আসন পায় পিডিপি ও বিজেপি পায় ২৫টি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া