adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় অভিযুক্তদের প্রত্যাহার

12038493_996694180396704_7863587770093001994_nডেস্ক রিপোর্ট : কালিহাতী উপজেলায় পুলিশের গুলিতে তিনজন নিহতের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি মাহমুদুল হক নুরুজ্জামান শনিবার বিকেল সোয়া ৪টায় কালিহাতী থানায় সাংবাদিকদের এ তথ্য জানান। কালিহাতীতে মা ও ছেলেকে বিবস্ত্র করে নির্যাতনের বিচার দাবিতে এলাকাবাসীর বিােভে শুক্রবার বিকেলে পুলিশ গুলি চালায়। এঘটনায় স্থানীয় বিােভকারী তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আর এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও সাতজন আহত হন।

অপরদিকে শুক্রবারের ওই ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলা সদর দিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল করলেও শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরে লোকজনের উপস্থিতি কম। তবে পুলিশ ও বিজিবি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন রয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শনিবার দুপুরে জানান, ময়নাতদন্ত শেষে তিনজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতদের পরিবারের প থেকে এখনো কোনো মামলা করেনি। তবে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে পুলিশের মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি। এর আগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠিত হওয়ার কথা বলেছে জেলা প্রশাসক।

এ ব্যপারে ঘাটাইল ও কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তাদের তথ্য-উপাত্ত সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপরে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া