adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কারাগারে দাঙ্গায় নিহত ১৪ বন্দি

1440386802El-Salvador_mtnews24আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার এল সালভেদরের একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী দুই কুখ্যাত অপরাধী চক্রের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ বন্দি নিহত হয়েছে। দেশটির রাজধানী সান সালভেদর থেকে ৩০ কিলোমিটার উত্তরের কুইজালতেপিক কারাগারে এ সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্টের যোগাযোগ সচিব।
কারা-দাঙ্গায় 'ব্যারিয়ো-১৮' নামের চক্র জড়িত ছিল বলে জানা গেছে। দাঙ্গার পর কারাগারটিতে ৭২ ঘণ্টার জরুরি অবস্থা জারি করা হয়েছে।
নিরাপত্তা জোরদারের পাশাপাশি কারাগার থেকে ঢোকা বা বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কৃর্তপ দাবি করছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
পর্যবেকরা বলছেন, কারা দাঙ্গার এ ঘটনায় বোঝা যায়, অপরাধী চক্রের সহিংসতায় এল সালভেদর বিশ্বের অন্যতম বিপদজনক দেশ হয়ে উঠেছে।
গত বুধবার পুলিশের দেয়া হিসাবে বলা হয়েছে, দেশটিতে তিন দিনে অন্তত ১২৫ জন নিহত হয়েছে। আর সরকারি হিসাবে স্বীকার করা হয়েছে, গত  জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে দেশটিতে ৩,৩৩২ জন নিহত হয়েছে। গত বছর একই সময়ের সহিংসতায় ২,১৯১ জন নিহত হয়েছিল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া