adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পেঁয়াজের দাম ফের তিন অঙ্কে, সবজিবাজারও চড়া

serfu_bavbaf2fz20131202085915কয়েক মাস ধরে পেঁয়াজ নামক নিত্যপণ্যটি ভোগাচ্ছে ক্রেতাদের। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও কিছুদিন আগে পেঁয়াজের দাম খানিকটা কমলেও, ১৮ দলের ডাকা টানা অবরোধে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। আর এর ফলে দেশি পেঁয়াজের দাম পৌঁছেছে তিন অঙ্কের ঘরে।

নগরীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, ভালো মানের দেশি পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমদানি নির্ভর ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

রোববার সকাল ও সন্ধ্যায় দুই বার ওঠানামা করেছে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম। সহিংস রাজনীতির কারণে নগরীতে ঢুকতে পারেনি পণ্য বোঝাই ট্রাক। এছাড়া আমদানি নির্ভর ভারতীয় পেঁয়াজ চট্রগ্রাম বন্দরে খালাস হলেও পৌঁছাতে পারেনি ঢাকাসহ সারাদেশে।

দেশের সর্ববৃহৎ পাইকারি বাজারেও দেখা গেছে পণ্য সঙ্কট। 

রাজধানীর শ্যামবাজারের রাজ্জাক অ্যান্ড সন্স ভাণ্ডারে রোববার চড়া মূল্যে বিক্রি হয়েছে দেশি ও ভারতীয় পেঁয়াজ। প্রতিকেজি দেশি পেঁয়াজ (পুরান) ৮৮-৯০, নতুন ৬৮-৭০, ভারতীয় পেঁয়াজ ৬৫-৭০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া পাইকারি বাজারে বার্মিজ ও পাকিস্তানি পেঁয়াজ বিক্রি হতে দেখা যায়নি।

রাজ্জাক অ্যান্ড সন্স ভাণ্ডারের স্বত্তাধীকারি হাজী আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, দেশে ও বিদেশে প্রচুর পেঁয়াজ আছে। কিন্তু অবরোধের কারণে তা বাজারে না পৌঁছানোয় পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। ভারতীয় সীমান্ত ও চট্রগ্রাম বন্দরে প্রচুর পরিমাণে চায়না ও বার্মিজ পেঁয়াজ আটকা পড়েছে বলে জানান তিনি।

অবরোধে বেড়েছে পঁচনশীলপণ্য ও সবজির ‍দাম। পরিবহন চলাচল করতে না পারায় দোকানদাররা নতুন করে পণ্য ওঠাতে পারছেন না।

পলাশী কাঁচাবাজারে গিয়ে দেখা যায় কেজিপ্রতি ৬ থেকে ৭ টাকা বেড়েছে সব ধরণের সবজির দাম। গাজর ৫০, শিম ৪০- ৬০, ঢ্যাড়স ৬০, হাইব্রিড শসা ৩০, দেশি শসা ৪০, করলা ৬০, উস্তে ৬০, দেশি টমেটো ১১০, ভারতীয় টমেটো ১০০, মূলা ৩০-৪০, বেগুন ৫০-৬০, পেঁপে ২০,পটল ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

এছাড়া প্রতিপিছ লাউ ৬০,ফুলকপি ৩৫-৪০ ও বাঁধাকপি ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

বেড়েছে চালের দামও। নতুন করে চাল আমদানি না করতে পারায় পুরনো চাল বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। 

হাতিরপুল কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, কেজিপ্রতি চালের দাম ১ থেকে দেড় টাকা বেড়েছে। প্রতিকেজি ভালো মানের জিরা নাজির ৬০, মিনিকেট ৫০, নতুন স্বর্ণা ৩৬,বিআর দশ ৪০,বিআর ঊনত্রিশ ৪৫, বাঁশফুল ৫২,পাইজাম ৪০,আটাশ ৪২ ও মোটা চাল ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে স্থীতিশীল আছে মাংস ও ডিমের দাম। প্রতিকেজি ব্রয়লার ১৩০, লেয়ার ১৫০ ও গরুর মাংস ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিমের হালি ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে। ‍

বাড়তে শুরু করেছে বোতলজাত সয়াবিন তেলের দাম। ৫ লিটারে ১০ টাকা ও লিটার প্রতি ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে। কোম্পানিভেদে প্রতিলিটার ১১৭-১২২ ও ৫ লিটার ৫৮০-৬০৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

স্থীতিশীল আছে আটা, ময়দার দাম। দুইকেজি প্যাকেটজাত ময়দা ৮৪ ও আটা ৭২ টাকা দরে বিক্রি হচ্ছে।

স্থীতিশীল আছে লবন ও চিনির দাম। প্রতিকেজি খোলা চিনি ৪৮-৫০ ও প্যাকেটজাত ৫৪ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিকেজি প্যাকেটজাত চিকন দানা লবন ২৬ ও মোটা দানা ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

বেড়েছে মাছের দাম। মালিবাগ কাঁচাবাজারে প্রতিকেজি মাঝারি পাঙ্গাস ১১০, তেলাপিয়া ১৪০, কই ২২০-২৪০, আইড় ৫৫০-৬০০, শিং ৭০০, মাঝারি রুই ২৫০-২৬০, সরপুঁটি  ২২০-২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিটি ৫শ’ গ্রাম ওজনের ইলিশ ৪০০ এবং ৬শ’ গ্রাম ওজনের একটি শোল ৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

বেড়েছে চায়না আদার দাম। প্রতিকেজি চায়না আদা ১৭০ থেকে ৮০, দেশি রসুন ৯০-১০০ ও চায়না রুসন  ৭৫ – ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি মশুরডাল ১১৫-১২০, মুগ ১২০-১৩০, বুট ৭০, খেসারি ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। স্থীতিশীল আছে আলুর দাম। প্রতিকেজি আলু ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া