adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেট বোর্ডে গিয়ে কাঁদলেন শাহাদাতের বাবা-মা

12003278_990884410977681_92608747398118013_nক্রীড়া প্রতিবেদক : গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের দায়ে মামলা হয়েছে শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে। পুলিশ হন্যে হয়ে খুঁজছে জাতীয় দলের এই ক্রিকেটারকে। তবে তাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বুধবার দুপুরে হঠাত করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে  এসেছিলেন এই পেসারের বাবা-মা। বিসিবির কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন তারা।

এক প্রত্যদর্শী জানিয়েছেন, শাহাদাত হোসেনের বাবা- মা বিসিবিতে এসে ক্রিকেট অপারেশন্স বিভাগে যোগাযোগ করেছেন। অশ্রুসজল নয়নেই তারা বিসিবির অফিস ত্যাগ করেছেন। তাদের দাবি ছিল, তাদের ছেলে শাহাদাতকে যতটা খারাপ বলা হচ্ছে এতটা খারাপ সে নয়।
তবে এ বিষয়ে বিসিবি শাহাদাতকে সাহায্য-সহযোগিতা করবে কিনা, তা এখনো স্পষ্ট নয়। শাহাদাতের বাবা-মাও বিসিবি থেকে তেমন কোনো আশ্বাস পাননি বলেই জানা গেছে।

বিসিবি স্পষ্ট করে কিছু না বললেও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছিলেন, ‘সবার মধ্যে এই বোধটা থাকা উচিত যে, দেশের মানুষের কাছে তাদের জায়গাটি কোথায়। ক্রিকেটারদের কাছে এটাই আমাদের কাম্য। ব্যক্তিগত বা সামাজিক জীবনে কোনোরকম অনাকাঙ্তি পরিস্থিতিতে তারা যেন না জড়ায় বা তেমন কিছু না করে। কারণ সে দেশকে প্রতিনিধিত্ব করেছে। জাতীয় ক্রিকেটার হিসেবে সেই দায়িত্বের কথা মনে রাখা উচিত। শাহাদাত যেমন জাতীয় ক্রিকেটার, সাকিব-মাশরাফিরাও তেমনি একই জায়গায় খেলে। কাজেই এটা সবারই ভাবমূর্তির ব্যাপার।’

প্রধান নির্বাহীর এমন বক্তব্যের পর স্পষ্টই বলা চলে বিসিবি শাহাদাতের ব্যাপারে এখনো নমনীয় মনোভাব প্রদর্শন করছে না। ১১ বছরের গৃহপরিচারিকা হ্যাপির শরীরে শাহাদাত ও তার স্ত্রী নিত্যের প্রহারের চিহ্ন স্পষ্ট। এই দম্পতির নির্যাতনের দগদগে ত বয়ে বেড়াচ্ছে হ্যাপি। হ্যাপি এখন ওআইসিতে চিকিৎসাধীন রয়েছেন। যদিও ক্রিকেটপাড়ায় গুঞ্জন, শাহাদাত নাকি নিজেকে নির্দোষ দাবি করছেন।

কয়েক ক্রিকেটার শাহাদাতের ওপর ােভও প্রকাশ করেছেন। তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘দশটা বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে ও (শাহাদাত), কিছুই শিখল না এত বছরে? দোষী হয়ে থাকলে অবশ্যই ওর শাস্তি হওয়া উচিত।
হ্যাপিকে নির্যাতনের ঘটনায় গোটা দেশেই নিন্দার ঝড় উঠেছে। শাহাদাতের শাস্তি দাবি করা হয়েছে অনেক সংগঠনের প থেকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া