adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বলিউড তারকাদের আসল নাম

news_img (4)বিনোদন ডেস্ক : নামের বড়াই কর নাকো,নাম দিয়ে কী হয়। নামের মাঝে পাবে নাকো সবার পরিচয়। বাংলা চলচ্চিত্রের এ গানের লাইনকে আমরা অনেকে সত্য বলে মানি। ব্যক্তি জীবনে ও কর্পোরেট জীবনে সবাই প্রায় একাধিক নাম থাকে। কাজের সুবিধার্থে প্রায় সবাই একাধিক নাম ব্যবহার করে থাকেন। এমনকী যে নাম নিয়ে এই তারকারা বড় হয়েছেন, স্টারডম পেতে গিয়ে সেই পিতৃদত্ত নামকেই বিসর্জন দিতে হয়েছে বহু তারকাকে। এরপর নতুন নামে বলিউডে আত্মপ্রকাশ করে সেই নামেই বিখ্যাত হয়েছেন অয় কুমার থেকে শুরু করে গোবিন্দা, সলমন খান থেকে শুরু করে সানি লিওনি।

নিচে জেনে নিন, বলিউডের কোন তারকার কি নাম ছিল আগে।

১.অশোক কুমার: অশোক কুমার বলিউডের দাদামণি অশোক কুমারের আসল নাম ছিল কুমুদলাল কাঞ্জিলাল গাঙ্গুলি।
২.গুরুদত্ত: গুরু দত্ত বলিউড সিনেমার প্রথমদিকের নায়ক তথা প্রযোজক-পরিচালক গুরু দত্তের আসল নাম ছিল বসন্ত কুমার শিব শঙ্কর পাড়ুকোন।

৩.রাজ কাপুর: রাজ কাপুর রাজ কাপুরের প্রথম জীবনে নাম ছিল রণবীর রাজ কাপুর। ফলে বুঝতেই পারছেন রণবীরের নামটা কোথা থেকে এসেছে।

৪.দিলীপ কুমার: দিলীপ কুমার দিলীপ কুমারের আসল নাম ছিল মহম্মদ ইউসুফ খান। পরে তিনি সিনেমা জগতে দিলীপ কুমার নামে পরিচিত হন।

৫.শাম্মি কাপুর: শাম্মি কাপুরের আসল নাম ছিল শামসের রাজ কাপুর।

৬.ধর্মেন্দ্র: ধর্মেন্দ্র বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর আসল নাম হল ধরম সিং দেওল।

৭.রাজেশ খান্না: রাজেশ খান্না বলিউডে 'কাকা' নামে পরিচিত রাজেশ খান্নার প্রথমজীবনে নাম ছিল যতীন খা

৮.অমিতাভ বচ্চন: অমিতাভ বচ্চন বিগ বি-র প্রথমজীবনে নাম ছিল ইনকিলাব শ্রীবাস্তব। পরে নাম হয় অমিতাভ শ্রীবাস্তব। তবে পরে গোটা পরিবার বচ্চন পদবীটি গ্রহণ করলে বিগ বি-র নাম বদলে হয় অমিতাভ বচ্চন।
৯.মিঠুন চক্রবর্তী: মিঠুন চক্রবর্তীর প্রথম জীবনে নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী।

১০.রজনীকান্ত: রজনীকান্ত দণি ভারতের সবচেয়ে বড় সুপারস্টার রজনীকান্তের আসল নাম ছিল শিবাজি রাও গায়কোয়াড়। সিনেমায় খ্যাতি পেতে নাম বদল করেন তিনি।

১১.রেখা এভারগ্রিন:  রেখার সিনেমা জগতে আসার আগে নাম ছিল ভানুরেখা গণেশন।

১২.গোবিন্দা: গোবিন্দার আগের নাম ছিল গোবিন্দ অরুণ আহুজা।

১৩.সালমান খান: সালমান খানের পুরো নাম ছিল আব্দুল রশিদ সেলিম সালমান খান। শেষটুকু রেখে বাকিটা কেটে দেন সল্লু ভাই।

১৪.অয় কুমার: বলিউডের 'খিলাড়ি নম্বর ১' অয়ের আগের নাম ছিল রাজীব হরি ওম ভাটিয়া

১৫.অজয় দেবগণ: অজয়ের আগের নাম ছিল বিশাল বীরু দেবগণ। পরে তা বদলে হন অজয় দেবগণ।

১৬.প্রীতি জিন্তা:  প্রীতির আগের নাম ছিল প্রিতম সিং জিন্তা। ভাগ্যিস নামটা বদলে নিয়েছিলেন তিনি।

১৭.জন আব্রাহাম: জনের আগের নাম ছিল ফারহান আব্রাহাম।

১৮.ক্যাটরিনা কাইফ: ক্যাটের আগের নাম ছিল ক্যাটরিনা টারকোটে। বলিউডে নাম লেখানোর আগে তা বদলে ক্যাটরিনা কাইফ করে নেন তিনি।

১৯.সানি লিওনি: বলিউডের লেটেস্ট সেনসেশন সানির আসল নাম ছিল করেণজিৎ কউর ভোহরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া