adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজন হত্যা মামলা দায়রা জজ আদালতে

7635_82293নিজস্ব প্রতিবেদক : সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলা বিচারের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শাহেদুল করিম মামলাটি বিচার প্রক্রিয়া শুরুর জন্য মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে হস্তান্তর করেন। একইসঙ্গে মামলার শুনানির পরবর্তী তারিখ ১৬ সেপ্টেম্বর ধার্য করেন।

সিলেট জজ আদালতের সিনিয়র সহকারী কমিশনার (এসি-প্রসিকিউশন) আবদুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৮ জুলাই সিলেট শহরতলীর কুমারগাঁওয়ে চোর অপবাদ দিয়ে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিক নির্মম নির্যাতন ও বর্বরোচিতভাবে পিটিয়ে খুন করা হয় ১৩ বছরের শিশু রাজনকে। হত্যার পর মাইক্রোবাসে করে লাশ গুমের চেষ্টাকালে মুহিত আলম (৩২) নামে একজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পুলিশ মুহিত আলমকে প্রধান আসামি করে ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করে। মামলার অপর আসামিরা হচ্ছে মুহিত আলমের ভাই কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী আলী হায়দার ওরফে আলী (৩৪) ও চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না (৪৫)। আসামি কামরুল ইসলাম ঘটনার পরপরই সৌদি আরবের জেদ্দায় চলে যায়। সেখানেই তাকে আটক করা হয়। বর্তমানে এ আসামি সেখানেই আটক রয়েছেন।

শিশু রাজনকে পেটানোর ভিডিও ফুটেজ ধারণ করে নির্যাতনকারীরাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিওচিত্র প্রকাশ হলে দেশ-বিদেশে তোলপাড় ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রাজনকে হত্যা মামলার প্রধান আসামি মুহিত আলম ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়াও মামলার আসামি চৌকিদার ময়না মিয়া, নির্যাতনের ভিডিওচিত্র ধারণকারী নূর আহমদ, নির্যাতনে সহায়তাকারী দুলাল আহমদসহ আটককৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এছাড়াও এ ঘটনার পর সংশ্লিষ্ট থানা পুলিশের গাফিলতির বিষয়ে পদপে নিয়েছে সরকার। রাজন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামের মাইক্রোবাসচালক শেখ আজিজুর রহমানের ছেলে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া