adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুইস ব্যাংকে অ্যাকাউন্টধারীদের নাম প্রকাশ করুন : খালেদা জিয়া

khaledaডেস্ক রিপাের্ট : সুইস ব্যাংকে বাংলাদেশি হিসাবধারীদের নামের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১ জুলাই শনিবার রাতে গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে দলের এক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। বিএনপির ঘোষিত ‘প্রাথমিক সদস্য সংগ্রহ’ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠান হয়। শনিবার থেকে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে এই কর্মসূচি চলবে।
খালেদা জিয়া বলেন, ‘এই বছরই সাড়ে পাঁচ হাজার কোটি টাকা পাচার হয়েছে। গত পরশুদিনের কাগজে ছিলো- সুইস ব্যাংকে বাংলাদেশি লোকের বহু টাকা। বাংলাদেশকে গরীব দেশ বলা হয় অথচ বাংলাদেশের মানুষ সেখানে টাকা রাখছে। এই টাকাগুলো কাদের? নামগুলো আমাদের দরকার। আমরা নাম জানতে চাই কারা সুইস ব্যাংকে কত টাকা রেখেছে?’
তিনি বলেন, ‘এই সরকার যদিও অবৈধ, তারা জোর করে ক্ষমতায় বসে আছে। আমি তাদের কাছেই দাবি করছি, এই সুইস ব্যাংকে কারা টাকা রেখেছে, কত টাকা রেখেছে তাদের নাম-ধামসহ হিসাবপত্র প্রকাশ করুন।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১০ টাকার বিনিময়ে সদস্য রশিদে স্বাক্ষর করে নিজে সদস্যপদ নবায়ন করেন। এরপর দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী তাদের সদস্যপদ নবায়ন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মোট ৬ জন নতুন সদস্য সদস্যপদ সংগ্রহ করেন।
সর্বশেষ ২০১২ সালে সদস্য সংগ্রহ অভিযান হয়েছিলো। বিএনপি নেতারা জানান, আন্দোলনের কারণে পরবর্তিতে এই সদস্য সংগ্রহ কর্মসূচি করতে পারেনি।
এই উপলক্ষে খালেদা জিয়া একাদশ সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন।
তিনি বলেন, ‘১০ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে। এই ১০ বছর যাবত দেশ গণতন্ত্রহীন অবস্থায় আছে। সব প্রতিষ্ঠানকে তারা অচল করে দিয়েছে। প্রশাসন থেকে শুরু করে সর্বত্র দুর্নীতি। এই অবস্থা থেকে মুক্তি পেতে দেশের মানুষ সরকার পরিবর্তনে এবার ভোট দিতে চায়।’
‘মানুষের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা জনগনের প্রতিনিধি নির্বাচন করবে। ১০ বছর তারা ভোট দিতে পারেনি, তারা এবার ভোট দেবে। সেজন্য প্রয়োজন একটি সহায়ক সরকার।’
সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আমি বলতে চাই, ১০ বছর দেশটাকে শেষ করে দিয়েছেন। যেটুকু আছে, দেশটাকে রক্ষা করার জন্য একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। তাহলেই জনগণ হয়তবা আপনাদেরকে কিছুটা হলেও ক্ষমা করতে পারে। নইলে আল্লাহর কাছে তো জবাবদিহি থাকবেনই, এই জনগণের কাছেও আপনাদেরকে জবাবদিহি করতে হবে।’
দেশে ‘দুর্নীতি ব্যাপক’ বিস্তার ঘটেছে– অভিযোগ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যাপক দুর্নীতি হয়েছে। সেদিন একট খবরের কাগজে দেখলাম পাঁচ বছরে নতুন কোটিপতি ৫০ হাজার। তার মানে বুঝতে পারছেন, কী পরিমান দুর্নীতি তারা করেছে। এরা কারা? সবাই আওয়ামী লীগের।’
এ সময় তিনি বিএনপির নেতা-কর্মীদের ভয়ভীতি উপেক্ষা করে দলের জন্য কাজ করার আহবান জানান তিনি।
খালেদা জিয়া বলেন, ‘গতবার আমাদের সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিলো ৫০ লাখ। এবার আমাদের টার্গেট ১ কোটি। সকলে সদস্য হোন, দলের জন্য কাজ করুন।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানির পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবেদীন, ইনাম আহমেদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, রুহুল আলম চৌধুরী, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, শওকত মাহমুদ, আবদুল মান্নান, আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভুঁইয়া, গোলাম আকবর খন্দকার, আবদুল কাইয়ুম, কবীর মুরাদ, অধ্যাপিকা সাহিদা রফিক, তাহমিনা রুশদীর লুনা, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুনুর রশীদ, হাবিবুল ইসলাম হাবিব, সানাউল্লাহ মিয়া, আজিজুল বারী হেলাল, অঙ্গসংগঠনের সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান,শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, রাজিব আহসান, আকরামুল হাসান, কাজী আবুল বাশার, আহসানউল্লাহ হাসান, আখতার হোসেন, হাবিবুর রশীদ হাবিব, রফিকুল ইসলাম রাসেল, শাইরুল কবির খান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া