adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোচ খুঁজতে বিসিবির পাঁচ সদস্যের কমিটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন (বাঁ থেকে মাঝে)

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের সঙ্গে যেকোন সময় দেন-দরবার শেষ করছেন কোচ শেন জার্গেনসেন। অনেক দিন পরিবার থেকে দূরে থাকায় এবার নিজ দেশ অস্টেলিয়ায় থাকতে চান তিনি। নিজের সিদ্ধান্তে অটল থাকায় বিসিবিও জোরাজুরি করেনি। যত দ্রুত সম্ভব তাকে ছেড়ে দিচ্ছে বিসিবি। শুধু পদত্যাগপত্র গ্রহণ করেই হাত-পা গুটিয়ে বসে নেই দেশের এই ক্রিকেট সংস্থা। গঠন করেছে কমিটি। সেই সাথে পাঁচ-ছয়জনের সঙ্গে আলাপ-আলোচনাও করেছে বোর্ডের কর্মকর্তারা। 

সোমবার বিসিবির জরুরী সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,‘আমরা আশা করি নতুন কোচ পেয়ে যাব। জার্গেনসেনের পদত্যাগপত্র পাওয়ার পর আমরা বসে নেই। যদি বিদেশি কাউকে না পাই তাহলে স্থানীয় কোনো কোচ দিয়ে ভারত সফরটা শেষ করব।’ 
বোর্ড সভাপতি জানালেন পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে,‘আশা করি এক থেকে দেড় মাসের মধ্যে আমরা নতুন কোচ পেয়ে যাবে। কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আছেন মাহবুব আলম, জালাল ইউনুস, আকরাম খান, নাইমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন।’
দেশী কোচদের মধ্যে উঁচু মানের কেউ নেই। তাই বিদেশী কোচদের প্রতিও খেয়াল রাখছে বিসিবি,‘জাতীয় দল এখন যে অবস্থায় আছে তাতে দায়িত্ব নেওয়ার মতো এখনও স্থানীয় কোচ কেউ নেই। অনেকেই আছেন যারা সামনে এই দায়িত্ব নিতে পারেন। স্থানীয় কোচ নিলেও আমরা এই মুহূর্তে বিদেশি কোচকেই গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে বিদেশি কোচের সঙ্গে যেন দেশি কোচও থাকে সেই চিন্তাও আমাদের আছে।’
 প্রধান কোচ ছাড়াও অন্যান্য কোচের দিকে দৃষ্টি রয়েছে বিসিবি’র। পাঁচ ছয়জনের সঙ্গে কথাও হয়েছে বোর্ডের। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়েও বিশেষজ্ঞ কোচের নিয়োগ দেওয়া হবে জানালেন নাজমুল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া