adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বঙ্গবন্ধুর নামের আগে শহীদ পরে রহমতুল্লাহ আলাইহি যোগের দাবি’

olama league_82053নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের আগে শহীদ ও পরে রহমতুল্লাহ আলাইহি যোগ করার দাবি জানিয়েছে ওলামা লীগের একাংশ।

এছাড়া সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক অধ্যাপক ড. জাফর ইকবালকে নাস্তিক আখ্যা দিয়ে তার বহিষ্কার চেয়েছে সরকারপন্থী এই সংগঠনটি। একই অভিযোগে প্রয়াত হুমায়ুন আজাদ, তসলিমা নাসরিন ও সেলিনা হোসেনদের লেখা পাঠ্যবইয়ে বেশি প্রাধান্য দিচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

৫ সেপ্টেম্বর শনিবার জাতীয় প্রেস কাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটির সভাপতি মুহম্মাদ আখতার হুসাইন বুখারী বলেন, ‘জাতির জনকের নামের আগে বঙ্গবন্ধু ব্যবহার করা হয়। তবে দু:খজনক হলেও সত্য যে উনার নামের আগে জাতীয়ভাবে শহীদ শব্দ ব্যবহার করা হয় না। নামের শেষে রহমতুল্লাহি আলাইহি বলা হয় না। অবিলম্বে বঙ্গবন্ধুর নামের আগে জাতীয়ভাবে শহীদ শব্দ ব্যবহার করতে হবে, নামের শেষে রহমতুল্লাহি আলাইহি বলতে হবে এবং ১৫ আগস্টকে জাতীয় শাহাদাত দিবস ঘোষণা করতে হবে।’
শাবি শিক জাফর ইকবালের বহিষ্কার দাবি করে তিনি বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ের সমালোচনাকারী এবং ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, শাবির শিা কার্যক্রম বন্ধকারী, ছাত্রলীগ-ছাত্রসমাজ ও শিকদের মাঝে বিভক্তি ও বিভ্রান্তি সৃষ্টিকারী নিন্দিত শিক ইসলামবিদ্ধেষী জাফর ইকবালের বহিষ্কার চাই।’

তিনি বলেন, ‘বর্তমানে পাঠ্যপুস্তুকে কট্টর ইসলাম বিরোধী হিন্দু ও নাস্তিক লেখকদের লেখাকে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে। দ্বীন ইসলামকে কটা করে লেখালেখি করে এদেশের জাতীয় পর্যায়ে যেসব চিহ্নিত ইসলামবিদ্বেষী লেখক যেমন: নাস্তিক হুমায়ুন আজাদ, তাসলিমা নাসরিন, সেলিনা হোসেনসহ আরও অনেক নাস্তিকের লেখাকে বর্তমানে প্রাধান্য দেওয়া হয়েছে।’

এসময় সরকার এবং ওলামা লীগের ‘চরিত্র হরণের’ অভিযোগ এনে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারকে ‘উলফার টাকায় পরিচালিত বিদেশি এজেন্ট’ আখ্যা দিয়ে পত্রিকা দুটি নিষিদ্ধের দাবি জানান তিনি।
পাশাপাশি ভারতীয় অভিনেত্রী সানি লিওন ও পাওলী দামকে ‘পতিতা’ আখ্যায়িত করে যেকোনো মূল্যে বাংলাদেশে তাদের আগমন নিষিদ্ধের দাবি জানান তিনি। মানববন্ধনে আরও বক্তব্য দেন- সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মাদ আবুল হাসান, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি আব্দুস সাত্তার, জাতীয় কুরআন শিা মিশনের সভাপতি মুহাম্মাদ আবু বক্কার সিদ্দিক প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া