adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের নীরবতায় ধর্ষকরা সাহস পাচ্ছে : ইমরান

IMRANনিজস্ব প্রতিবেদক : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, তনু ধর্ষণ ও হত্যা ঘটনার ১২ দিন পার হলেও সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না। অপরাধীরা আড়ালে দাঁড়িয়ে দেখছে সাধারণ মানুষ বিচারের দাবিতে রাস্তায় নেমেছে। অথচ সরকার কোনও কথাই বলছে না, নীরবতা পালন করছে। যার কারণে অপরাধী ও ধর্ষকরা আরও বেশি সাহস পাচ্ছে।

৩ এপ্রিল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়ক দ্বীপে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। তনু হত্যার বিচার দাবিতে এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে গণজাগরণ মঞ্চ। আজ সারাদিনব্যাপী বিশ্ববিদ্যালয় এলাকায় এ কর্মসূচি চলবে। পরবর্তীতে বিভিন্ন এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ করা হবে।

ইমরান বলেন, ‘ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন এ ঘটনার  প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছে। যেহেতু রাষ্ট্র এখন ধর্ষকের রাষ্ট্রে পরিণত হয়েছে তাই এর প্রতিকারে কঠোর আন্দোলন সময়ের দাবি।’

তিনি বলেন, ‘সবচেয়ে মারাত্মক বিষয় হলো অনেক প্রতিষ্ঠান অপরাধীদের বিরুদ্ধে না  দাঁড়িয়ে তাদের পক্ষ নিয়েছে। তারা প্রকৃত অপরাধীদের আড়ালের চেষ্টা করছে। এমন প্রবণতা তৈরি হয়েছে যে, অপরাধীর বিচার নয়, তাদের বাঁচানোই মুখ্য কাজ।’

তনু হত্যার প্রকৃত অপরাধীদের গ্রেফতারের আগ পর্যন্ত গণজাগরণ মঞ্চ রাজপথ থাকবে বলে তিনি জানান।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া